প্রযুক্তি ডেস্ক
গত সপ্তাহের দিকে টুইটার ঘোষণা দিয়েছিল- ব্যবহারকারীদের অনুরোধে তারা শেষ পর্যন্ত টুইটে এডিট বাটন আনতে যাচ্ছে। তারা আরও জানিয়েছিল ,এই এডিট করার সুযোগ থাকবে টুইট করার ৩০ মিনিটের মধ্যে। আর এখন জানা যাচ্ছে শুধু ৩০ মিনিটই নয় এই এডিট করার সুযোগ থাকবে সব মিলিয়ে পাঁচবার। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ।
তবে বিষয়টি নিয়ে আইন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানান যে, এক্ষেত্রে একবার একটি টুইট করে পরে সেটাকে পরিবর্তন করে অর্থ পাল্টে দেওয়া সম্ভব। এতে ভুয়া তথ্য ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। অবশ্য এডিটের সীমা পাঁচ বার করে দেওয়াতে অপব্যবহারকে অনেকটাই ঠেকানো সম্ভব হবে বলে তারা মনে করেন।
এনগেজেট জানায়, এই ফিচারটি আপাতত শুধু একটি নির্দিষ্ট দেশে ব্লু সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হবে বলে জানানো হয়েছিল টুইটারের পক্ষ থেকে। এখন জানা গেছে, চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডে চালু করা হবে। সেখানে চালু হওয়ার পরে পরিস্থিতি বুঝে প্রতিষ্ঠানটি ফিচারটিকে অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকাতে চালু করা হবে। কেননা টুইটারের পেইড সার্ভিসটি শুধু এই চারটি দেশেই চালু।
Discussion about this post