অনলাইন ডেস্ক
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারিতে অনাহারির ঘরে খাবার যোগান দিতে চালু হলো মুক্তপ্লাটফর্ম ‘ডাকছে আমার দেশ’। যৌথ উদ্যোগে প্লাটফর্মটি চালু করেছে শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বেসরকারি সংস্থা ব্র্যাক।
যৌথ উদ্যোগের প্রথম ধাপে এক লাখ পরিবারকে দুই সপ্তাহের জরুরি খাদ্য সহায়তা করবে গ্রামীণফোন। পরিবার প্রতি ১৫ হাজার টাকার এই সহায়তা শহর ও গ্রামের ছিন্নমূল খেটে খাওয়া মানুষের ঘরে পৌঁছে দেবে ব্র্যাক।
শুক্রবার (২৪ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মলনে এই ঘোষণা দেয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাকের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ ডিরেক্টর মৌটুসী কবির এবং গ্রামীণফোনের সাসটেইনিবিলিটি প্রজেক্ট লিড এম. হাফিজুর রহমান খান।
সংবাদ সম্মেলনে সঞ্চালকের ভূমিকা পালন করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উদ্যোগকে আরো সম্প্রসারিত করতে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এই প্লাটফর্মে যুক্ত হতে পারবেন। ‘ডাকছে আমার দেশ’ ওয়েবসাইট এবং অনলাইন পেমেন্টমাধ্যমে এই সহায়তায় অংশ নিতে পারবেন এই উদ্যোগে। ব্র্যাক ব্যাংকের হিসাব নম্বর: ১৫০১২০-২৩১৬৪৭৪০০১ এবং গ্রামীণফোনের ০১৭৩০৩২১৭৬৫ বিকাশ নম্বরেও সহায়তা দেয়া যাবে।
Discussion about this post