অনলাইন ডেস্ক
লকডাউনে অনলাইনেই তরমুজ-বাঙ্গি পাইকেরি বিক্রি (মোকাম) করছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চাষিরা। জেলার প্রত্যন্ত গ্রামের হাট থেকে এই মৌসুমী ফল বিক্রিতে তাদের সহায়তা করছেন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের স্কাউট সদস্যরা।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমানের উদ্যোগে শুরু হয়েছে এই অনলাইন মোকাম। অনলাইন এই মোকামের ঠিকানা http://tarmuzbazar.com।
এখানে নাম আর মোবাইল নম্বরদিয়েই নিবন্ধন করতে পারেন ক্রেতা-বিক্রেতারা। এরপরই এই মোকামে বাঙ্গি-তরমুজ বেচা-কেনা করতে পারেন আগ্রহীরা। জানাগেছে, প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকার বাঙ্গি-তরমুজ হচ্ছে এই অনলাইন মোকামে।
পছন্দ হলে ক্রেতা ও বিক্রেতারা দামদর ঠিক করেন। ব্যাংক, বিকাশ বা অনলাইনে ক্রেতা কৃষককে টাকা পরিশোধ করেন। তারপর ক্রেতা তার ট্রাক আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করান। ওই ট্রাক কালিগঞ্জ বাজারে আসার পর বাঙ্গি-তরমুজ লোড দেওয়া হয়। এখানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ট্রাক প্রবেশ করতে পারে না।
এভাবেই ক্রেতা-বিক্রেতাদের সমাগম ছাড়াই, সামাজিক দূরত্ব বজায় রেখে বাঙ্গি-তরমুজের বাজার পরিচালনা করা হচ্ছে সেখানে।
Discussion about this post