অনলাইন ডেস্ক
প্রতিনিয়ত ইউটিউবের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি অনেকের কাছে অর্থ আয়ের জন্য একটি মাধ্যম হিসেবে গড়ে উঠছে এটি। ফলে ভিডিও ক্রিয়েটররাও অনেক বেশি দর্শক (ভিউয়ার) পেয়ে থাকেন। এ ছাড়া ইউটিউব অনেকটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মতো হওয়ায়, এখানে লাইক কমেন্ট করার সুযোগ রয়েছে।
তবে সবসময়ই যে ভিডিওর নিচে ইতিবাচক কমেন্ট পাওয়া যায়, এমনটি নয়। ইতিবাচক কমেন্টের চেয়ে অনেক সময় নেতিবাচক কমেন্টই বেশি পাওয়া। ফলে অনেকেই চান তার চ্যানেল থেকে আপলোড করা ভিডিওটির নিজে কমেন্ট বক্স বন্ধ করে দিতে। এতে নেতিবাচক কমেন্ট পাওয়ার যন্ত্রণা থেকে কিছু হলেও মুক্তি মেলে।
চলুন জেনে নিই যেভাবে ইউটিউব ভিডিওর কমেন্ট বন্ধ করবেন—
১. প্রথমে ইউটিউব চ্যানেল ওপেন করুন।
২. এরপর কনটেন্ট বাটন ট্যাপ করুন।
৩. এরপর ভিডিও ট্যাপ থেকে যে ভিডিওর কমেন্ট বন্ধ করতে চান সেটি সিলেক্ট করুন।
৪. এরপর থ্রি ডট ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে কমেন্টস অপশন সিলেক্ট করুন।
৫. এরপর ডিজেবল অপশন সিলেক্ট করুন।
তবে মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এই অপশনটি এনাবেল থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ভিউয়ার কমেন্ট করতে পারবেন। যদিও আপনি চাইলে যেকোনো সময়ে এই সেটিংসটি পরিবর্তন করতে পারবেন।
Discussion about this post