নিউজ ডেস্ক
কিউআর কোড সম্বলিত ডিজিটাল কার্ড ব্যবহারের মাধ্যমে দেশে অসহায় ও দুস্থদের মধ্যে সহায়তা বিতরণ করায় দুর্নীতি ও অনিয়ম বহুলাংশে কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২৬ এপ্রিল) সিংড়া উপজেলার সুকাশ ও ডাহিয়া ইউনিয়নের এক হাজার ১২০টি অসহায় ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদানকালে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এই পদ্ধতিতে চাল বিতরণের সফটওয়্যার সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হবে। এছাড়া কোথায় কোন নামে কতটুকু চাল বিতরণ করা হয়েছে তা সংশ্লিষ্ট বিভাগ সার্চ দেয়ামাত্র জানতে পারবে। এতে করে একজনের চাল অন্য কেউ তুলে নিতে পারবে না। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
Discussion about this post