অনলাইন ডেস্ক
ভারতে প্রথমবারের মতো বেসরকারিভাবে মহাকাশে রকেট পাঠাল স্কাইরুট অ্যারোস্পেস। রকেটটির নাম বিক্রম-এস।
শুক্রবার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগাইনাজেশনের (আইএসআরও) সহায়তায় এটি উৎক্ষেপণ করা হয়।
এখন পর্যন্ত রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ভারতে সরকার পরিচালিত আইএসআরও-রই আধিপত্য রয়েছে। তবে স্কাইরুট অ্যারোস্পেস বেসরকারি খাতের কোম্পানিগুলোর জন্য এই পথ উন্মুক্ত করল।
স্কাইরুট অ্যারোস্পেস বলছে, এই রকেট উৎক্ষেপণ বিক্রম সিরিজের অধিকাংশ প্রযুক্তির যাচাই ও পরীক্ষায় সহায়তা করবে।
রকেটটির ওজন ৫৪৬ কিলোগ্রাম (১২০৩ পাউন্ড)। এটি শ্রী হরিকোটা স্পেসপোর্ট থেকে ওড়ানো হয় এবং রকেটটি ৮৯ দশমিক ৫ কিলোমিটার (৫৫ দশমিক ৬ মাইল) উচ্চতায় ওড়ে।
স্কাইরুট অ্যারোস্পেসের কো-ফাউন্ডার পবন কুমার চন্দনা বলেন, এই মিশনটি শুধুমাত্র প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণই নয় বরং এটি নতুন ভারতের সম্ভাবনা।
২০১৮ সালে স্কাইরুট যাত্রা শুরু করে। সাবেক আইএসআরও প্রকৌশলীরা এটি প্রতিষ্ঠা করেন। এটি ৬৮ বিলিয়ন মার্কিন ডলারের ফান্ড পায়। গত বছর স্কাইরুট আইএসআরওর সঙ্গে একটি চুক্তিতে আসে।
সূত্র: সিএনএন
Discussion about this post