অনলাইন ডেস্ক
স্বর্গীয় অপার মহিমার নতুন ছবি প্রকাশ্যে এনেছে নাসার দ্য জেমস ওয়েব। কমলা ও নীল রঙের ধোঁয়াশা ঘেরা আকাশের নতুন দৃশ্যের ছবি তুলে এটি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রঙিন মেঘ অবলোহিত আলোতে দৃশ্যমান হয়। তাই, এর আগে ওয়েবসের নিয়ার ইনফারে ক্যামেরায় (এনআইআর ক্যাম) ছবিটি তুলতে পারেনি।
প্রেটোস্টার এল ১৫২৭ হিসেবে পরিচিত নতুন তারকা আওয়ারগ্লাসের ঘাড়ের কাছের গ্যাসে ঘূর্ণিরত ডিস্ক রয়েছে। তার পাশেই থাকা অন্ধকারে এটি লুকিয়ে থাকে।
ডিস্কের উপর ও নিচে আলো ছড়িয়ে পড়ে এবং আওয়ারগ্লাসের আকৃতির মেঘ আলোকিত হয়।
নাসার বিবৃতিতে বলা হয়, পাশ্ববর্তী বিষয়বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলে তারকা থেকে উপাদান নির্গত হয়, যা মেঘ সৃষ্টিতে সাহায্য করে থাকে। সেখানের ধুলা নীল অংশে পাতলা ও কমলা রঙে পুরো হয়।
প্রেটোস্টার এল ১৫২৭ তারকাটির বয়স এক লাখ বছর। এটি তারকা সৃষ্টির শুরুর দিকের দৃশ্য। তবে সেটি এখনো নিজে শক্তি অর্জন করতে পারেনি।
Discussion about this post