অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন এই ক্ষেত্রের শীর্ষ বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (৩০ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এআই সেফটি সেন্টারের ওয়েবপেজে প্রকাশিত একটি বিবৃতিতে কয়েক ডজন বিশেষজ্ঞ এই মন্তব্যকে সমর্থন করেছেন।
বিবৃতিতে বলা হয়, মহামারী এবং পারমাণবিক যুদ্ধের মতো ঝুঁকির পাশাপাশি এআই থেকে বিলুপ্তির ঝুঁকি হ্রাস করাকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দেয়া উচিত। তবে এই ভয়কে অমূলক বলে উড়িয়ে দিয়েছেন অনেকেই।
চ্যাটজিপিটি-নির্মাতা ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস এবং অ্যানথ্রোপিক-এর দারিও অ্যামোদেই এই বিবৃতিকে সমর্থন করেছেন।
সেন্টার ফর এআই সেফটি ওয়েবসাইট বেশ কয়েকটি সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে সতর্ক করেছে-
# অস্ত্র তৈরিতে এআই ব্যবহার করা হতে পারে- উদাহরণস্বরূপ, রাসায়নিক অস্ত্র তৈরি করতে ড্রাগ-আবিষ্কার সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে
# এআই-উত্পন্ন ভুল তথ্য সমাজকে অস্থিতিশীল করতে পারে এবং ‘সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণকে দুর্বল করতে পারে’
# এআই-এর শক্তি ক্রমবর্ধমানভাবে অল্প লোকের হাতে কেন্দ্রীভূত হতে পারে, যা ‘সর্বাধিক নজরদারি এবং নিপীড়নমূলক সেন্সরশিপের মাধ্যমে সংকীর্ণ মূল্যবোধ প্রয়োগ করতে’ সক্ষম করবে।
# মানুষের দুর্বলতা, যেখানে মানুষ এআই-এর উপর নির্ভরশীল হয়ে পড়ে ‘ওয়াল-ই চলচ্চিত্রে চিত্রিত দৃশ্যের অনুরূপ’
অতি-বুদ্ধিমান এআই থেকে ঝুঁকি সম্পর্কে পূর্বে সতর্কতা জারি করা ড. জিওফ্রে হিন্টন সেন্টার ফর এআই সেফটিকে সমর্থন করেছেন। মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ইয়োশুয়া বেঙ্গিও-ও বিবৃতিতে সই করেছেন।
ড. হিন্টন, অধ্যাপক বেঙ্গিও এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান লেকুনকে প্রায়শই ‘এআই-এর গডফাদার’ হিসাবে বর্ণনা করা হয় এই ক্ষেত্রে যুগান্তকারী কাজের জন্য। তারা যৌথভাবে ২০১৮ সালে টিউরিং পুরস্কার জেতেন, যা কম্পিউটার বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি দেয়৷
তবে অন্যান্য অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন, এআই মানবতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ভয় অবাস্তব, এবং এটি সিস্টেমে পক্ষপাতের মতো সমস্যাজনক বিষয়গুলো থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়।
প্রিন্সটন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী অরবিন্দ নারায়ণন এর আগে বিবিসিকে বলেছিলেন, সাই-ফাই সিনেমার মতো বিপর্যয়ের পরিস্থিতি অবাস্তব।
তিনি বলেন, ‘বর্তমান এআই এই ঝুঁকিগুলো বাস্তবায়িত করার জন্য যথেষ্ট সক্ষম নয়। ফলস্বরূপ, এআই-এর নিকটবর্তী ঝুঁকি থেকে মনোযোগ ভ্রষ্ট হয়েছে’৷
Discussion about this post