অনলাইন ডেস্ক
পুরস্কর ঘোষণার সঙ্গে সঙ্গেই মোবাইলে এক লাখ টাকা পেলো প্রথম ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের চ্যাম্পিয়ন দল। সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে প্রবর্তীত এই পুরস্কার অর্জন করে হাইপারঅ্যাকটিভ অরেঞ্জেস।
হেলথ লেজার প্রকল্পের জন্য তারা এই পুরস্কর জিতে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগে দুই শিক্ষার্থী অনিরুদ্ধ গাঙ্গুলী এবং খন্দকার আফতারুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষার্থী মোহাম্মাদ আরেফনি চৌধুরী ও আদ্রি ইসলাম খান পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গেই নিজেদের ফোনে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন।
রোববার পড়ন্ত বিকেলে ভার্চুয়াল ক্লাপিং, হ্যান্ডসেক ও প্রাইজ চেক বিতরণের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথম বারের মতো অনুষ্ঠিত ‘ভার্চুয়াল পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে তাদের হিসেবে পুরস্কার পাঠান ব্লকচেইর অলিম্পিয়াড বাংলাদেশ এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম।
লাইভ সম্প্রচারেই পুরস্কারের এক লাখ টাকার এক চতুর্থাংশ হিসেবে ২৫ হাজার টাকা মোবাইলফোনে পাওয়ার কথা নিশ্চিত করেন হাইপারঅ্যাকটিভ অরেঞ্জেস দলনেতা অনিরুদ্ধ।
অনলাইনে প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই ভার্চুয়াল পুরস্কারবিতরণী অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতার দশ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এতে ইনস্যুলিন মেডিসিন প্রকল্প দিয়ে রানার্সআপ হয়েছে টীম লিডস চেইন। বিজয়ী দলের নাম ঘোষণা করেন মোহাম্মাদ মুসলিম চৌধুরী।
ফ্রন্টলাইন হিরো হিসেবে দ্বিতীয় রানার্সআপ দল ডিইউ নিমবাস এর নাম ঘোষণা করেন আইসিটি সচিব এনএম জিয়াউল আলম।
এছাড়াও বিজয়ী হয়েছে ডিজিটাল ইনোভেশন, আইবিএ’র দল টর, ডব্লিউইআইবি- থ্রি স্ট্যু ওয়ান, ব্রোগ্রামারস, আভিয়াটো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাইপারলেজার দল এবং কসমিক ক্রু।
গত ১৬ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণকারিদের জমাকৃত ৬২টি প্রকল্পের মূল্যায়ন করে বিজয়ী দলের নাম চূড়ান্ত করে মোট ৫৭ জন বিচারক নিয়ে গঠিত বোর্ড।
Discussion about this post