অনলাইন ডেস্ক
বর্তমান সময়ের ইন্টারনেটের এই যুগটি এক অর্থে হলো পাসওয়ার্ডের যুগ। প্রতিদিন নানারকম সার্ভিসের জন্য অধিকাংশ মানুষকেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। দেখা যায় ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও স্ট্রিমিংয়ের মতো সেবা নিতে গিয়ে একেক সার্ভিসের পাসওয়ার্ড হয়ে যায় একেকটি। অনেক সময় এতো পাসওয়ার্ড আমরা মনেও রাখতে পারি না।
এরই সমাধান হিসেবে আসছে ওয়ানপাসওয়ার্ড (১পাসওয়ার্ড) যা ব্যবহারকারীদের একটি মাত্র পাস-কি দিয়েই সব অ্যাকাউন্ট আনলক করার সুযোগ দেবে।
পাসকি হলো অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের অংশীদারিত্বে হওয়া প্রযুক্তি জোট ফিডো’র তৈরি করা নতুন একটি প্রযুক্তি। যার মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড তৈরি বা টাইপ না করেও ফেসিয়াল রিকগনিশন (মুখমন্ডল শনাক্তকরণ) বা বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) ব্যবহার করে অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন।
ওয়ানপাসওয়ার্ড লঞ্চের আগে এর বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করার জন্য আগ্রহী ব্যবহারকারীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেক্ষেত্রে কোনো অ্যাপ ব্যবহার করার সময় ওয়ানপাসওয়ার্ড ব্যবহারকারীর কাছে জানতে চাইবে তারা পাস-কি ব্যবহার করতে চান কিনা।
ব্যবহারকারী যদি পাস-কি ব্যবহার করতে চান, তখন তাকে ছবি বা আঙ্গুলের ছাপ দিতে হবে। যা ওয়ানপাসওয়ার্ডের ভল্টে জমা হবে। এরপর থেকে সেইসব অ্যাপ ব্যবহার করতে আর পাসওয়ার্ড চাপতে হবে না। অ্যাকাউন্টগুলো যেমন নিরাপদেও থাকবে, তেমনি সহজে ব্যবহার করাও যাবে।
আপাতত ওয়ানপাসওয়ার্ডের সেবা নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীই নিতে পারছেন। তবে চলতি বছরের শেষ দিকেই বড় পরিসরে তা উন্মোচনের কথা রয়েছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
Discussion about this post