প্রযুক্তি ডেস্ক
বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেলো। ২৭ সেপ্টেম্বর ছিল গুগলের ২৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।এতে গুগলের শুরুটা হয়েছিল কীভাবে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
আমরা যদি গুগলের ইতিহাস দেখি, এটি সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ নামের দু’জন ছাত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নব্বইয়ের দশকের শেষের দিকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁদের দুজনের দেখা হয়েছিল। গুগল ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আনুষ্ঠানিকভাবে এটিন২৭ সেপ্টেম্বর, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুর দিকে কোম্পানিটি ৪শে সেপ্টেম্বর এই দিনটি পালন করত, পরে তা ২৭ সেপ্টেম্বরে পরিবর্তিত হয়।
১৯৯৫-এর গ্রীষ্মে দেখা দুজনের। সার্গে ব্রিন তখন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মাস্টার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়ছেন কম্পিউটারবিজ্ঞান। তাঁর ঘাড়ে দায়িত্ব পড়েছে নতুন শিক্ষার্থীদের ঘুরিয়ে দেখানোর। এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে সদ্যই, তবে সত্যিই ক্লাস করবে কি না, সেই সিদ্ধান্ত নিতে পারেনি এখনো। এই গল্পের সদ্য নতুন ভর্তি ছাত্রটির নাম ল্যারি পেজ। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে প্রকৌশল নিয়ে পড়েছেন, এখন এসেছেন মাস্টার্স করতে।
ল্যারি পেজ নিজের থিসিস নিয়ে খুব চিন্তিত। সে লক্ষ্যেই শুরু করলেন ইন্টারনেটভিত্তিক একটি সার্চ ইঞ্জিন বানানোর কাজ। ইন্টারনেটে নানারকম ওয়েব পেজ পাওয়া যায়। কিন্তু একটা ওয়েবপেজে ক্লিক করলে, ওর ভেতরে অন্য কোনোটার কথা থাকলে, লিঙ্ক করা থাকলে আগে থেকে বোঝা যায় না, ওই ওয়েব পেজটা আসলে কী ধরনের। কিন্তু ল্যারি পেজ সেটা জানতে চান। এরকম লিঙ্কের মাধ্যমে কোনো একটি ওয়েব পেজের গুরুত্ব নির্ধারণ করা যায় কি না, ভাবলেন। আসলে, সম্ভব। অনেক ওয়েব পেজ যদি একটি নির্দিষ্ট পেজের লিঙ্ক দিতে থাকে, তবে সেটার নিশ্চয় গুরুত্ব আছে। এই গুরুত্ব ধরেই কাজ শুরু করলেন তিনি। সঙ্গে যোগ দিল বন্ধু সার্গে ব্রিন। তৈরি হলো সার্চ ইঞ্জিন ব্যাকরাব (Backrub)। সেটা ১৯৯৬ সালের আগস্টের কথা।এই ব্যাকরাবের নাম শিগগিরই বদলে রাখা হলো গুগল।
গুগল সার্চ ইঞ্জিনের শুরুতে নাম রাখা হয়েছিল গুগোল(GOGOL )। কিন্তু কোম্পানি নিবন্ধনের সময় বানান ভুল হওয়ার কারণে এর নাম গুগল (GOOGLE) হয়ে যায়। ১৯৯৮ সালে গুগল এক লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম।
সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরও নতুন নতুন ফিচার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে গুগল। গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিও কল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পরিধেয় প্রযুক্তি পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ। এ ছাড়া প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে এই প্রযুক্তি গুগল।
গুগলের হেডকোয়ার্টার পরিচিত গুগলপ্লেক্স নামে। এটি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত। বর্তমানে সুন্দর পিচাই গুগলের সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর থেকে এই পদে নিযুক্ত তিনি। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইওও তিনি। কোম্পানি ‘গুগল ডুডল’-এর মাধ্যমে প্রতিটি বড় অনুষ্ঠান এবং কৃতিত্ব উদযাপন করে।
Discussion about this post