বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
নিউরোসায়েন্সের জগতটা এবার নড়েচড়ে উঠতে পারে। এতদিন জানা গিয়েছে, নার্ভাস সিস্টেম অধিকাংশ ক্ষেত্রে নিউরন ও গ্লিয়াল কোষের মাধ্যমে কাজ করে। তাই আলজেইমার রোগ চিকিৎসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতো। অবশেষে বিজ্ঞানীরা একটি হাইব্রিড কোষ আবিষ্কার করেছেন মস্তিষ্কে।
অনেকদিন ধরেই নিউরোসায়েন্টিস্টদের ধারণা ছিল মস্তিষ্কে নিউরনই কার্য সম্পাদন করে। এজন্য গ্লিয়াল কোষ সহায়ক ভূমিকা পালন করে। এস্ট্রোসাইট নতুন ধরনের এক গ্লিয়াল কোষ। এটি সিন্যাপসের চারপাশ জড়িয়ে রাখে। তবে ন্যাচার জার্নালে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এস্ট্রোসাইট সিন্যাপসের ট্রান্সমিটে সাহায্য করে বিধায় তথ্য প্রসেস করার কাজে আসে। নতুন প্রতিবেদনেরও এমনই দাবি। এই গবেষণা মলিকিউলার বায়োলজি প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে। তারা মেশিনারি একটি পদ্ধতি খুঁজছিলেন যার মাধ্যমে গ্লুটামেট নির্গত হয়। নিউরনের জন্য এটি জরুরি। হাইব্রিড কোষটিকে সফল হতে হলে সিনাপটিক ট্রান্সমিশনের সমান গতি পেতে হবে। বিষয়টি আশাদায়ক কারণ অন্তত আলঝেইমার রোগের চিকিৎসা কিছুটা হলেও সহজ হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Discussion about this post