করোনা মহামারী ক্রান্তিকালীন সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সভাসহ বিভিন্ন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭মে) ভার্চুয়াল সভায় যুক্ত হচ্ছেন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে এই সভা।
ইতোমধ্যেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ কেনা, অফিস স্পেস ভাড়া, সাজসজ্জা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভা, পরিচালনা পর্ষদসহ অন্যান্য সভার জন্য ভেন্যু ভাড়া না করে ব্যাংকের সম্মেলন কক্ষেই তা সম্পাদন এবং ডায়েরি, ক্যালেন্ডার মুদ্রণ ও জাতীয় প্রচারণামূলক ব্যয়ে বরাদ্দ সীমিত করতেও নির্দেশ দেয়া হয়েছে।
ব্যয় কমাতে ডিজিটাল মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
Discussion about this post