শিক্ষার আলো ডেস্ক
আগামী ১ নভেম্বর (বুধবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি উৎসব ‘আইটিভার্জ’। বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) আয়োজিত পাঁচ দিনের এই উৎসবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে।
আইটিভার্জে ‘হ্যাকাথন’, ‘ডেটাথন’, ‘ইউজার ইন্টারফেস ডিজাইন’, ‘সফটওয়্যার প্রকল্প প্রদর্শনী’, ‘সাইবার নিরাপত্তা’ ও ‘কোড রিফ্যাকটরিং’ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
ব্লকচেইন, ডেভ–অপস এবং এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) বিষয়ে হবে ‘হ্যাকাথন’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা চলবে টানা ২৪ ঘণ্টা। ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতায় ব্যবহার–বান্ধব ওয়েব ইন্টারফেস তৈরি করতে হবে। সফটওয়্যার প্রকল্প প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি সফটওয়্যার প্রদর্শন ও সাইবার নিরাপত্তা বিভাগে বিভিন্ন সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করতে হবে।
Discussion about this post