অনলাইন ডেস্ক
মঙ্গলগ্রহের নমুনা নিয়ে ছয় মাস ধরে গবেষণা কাজ চলছে। অক্লান্ত এই পরিশ্রমের ফসল হিসেবে নমুনা বিশ্লেষণ করে পাওয়া গেল ২৪৩টি আলাদা রকম যৌগ।
এর মাধ্যমে পানি থেকে অক্সিজেন তৈরির কায়দাও জানতে পারলেন বিজ্ঞানীরা। তবে পুরো কাজটা বিজ্ঞানী করলেও আদতে সে মানুষ নয় সে হলো রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রোবটই বের করল এই উত্তর।
সম্প্রতি স্পেস ডট কমের একটি রিপোর্ট জানায়, মঙ্গলগ্রহ থেকে আসা বেশ কিছু উল্কার নমুনা ব্যবহার করা হয়েছিল গবেষণায়। সেগুলো বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। পুরো কাজটাই করেছে এআই পরিচালিত রোবট।
আরও পড়ুন-মঙ্গলগ্রহের মাটির নিচে বরফের মহাসাগর !
রোবটটি টানা ছয় মাস ধরে এই গবেষণায় লেগেছিল। এর মাঝে কোনো মানুষ বিজ্ঞানী হাত দেয়নি গবেষণার কাজে। একে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় একটি সাফল্য বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এরপর আরও বেশ কিছু গবেষণাও রোবট পরিচালনা করতে পারবে বলে মনে করা হচ্ছে।
পৃথিবীর নানা উপাদান ব্যবহার করে বিজ্ঞানীরা অক্সিজেন তৈরি করে থাকে। সেটাই এতদিন পর্যন্ত জরুরি কাঁচামাল ছিল। এবার মঙ্গলগ্রহের উপাদান দিয়েই একই কাজ করা হবে। ফলে অন্য গ্রহের কাঁচামালও কাজে লাগানো যাবে বলে ধারণা বিজ্ঞানীদের।
Discussion about this post