বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী যেসব অগ্রগতি হয়েছে যেমন আপনার চেহারা চিনে রাখতে পারে এমন সফটওয়্যার, স্বয়ংচালিত গাড়ি এ ধরনের বহু প্রযুক্তির মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা – আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা সংক্ষেপে এআই।
২০২৩ সালকে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) বছর বলে থাকেন। কেননা বছরটিতে এই প্রযুক্তিটির অকল্পনীয় উন্নতি হয়েছে।
চলুন দেখে নেওয়া যাক ২০২৩ সালে লঞ্চ হওয়া সেরা ৫টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
গুগল বার্ড ও জেমিনি
জেনারেটিভ এআই-এর ব্যবহার বাড়তে শুরু করলে গুগল নিয়ে আসে নতুন চ্যাটবট – বার্ড। পরীক্ষা-নিরীক্ষা অনেকদিন ধরে চললেও, চলতি বছর শেষের দিকে লঞ্চ হয় বার্ড। ফিচারে ঠাসা এই চ্যাটবটের নতুন চমক জেমিনি। এটি একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল। যার মাধ্যমে বার্ডকে দিয়ে একাধিক শক্ত কাজ করাতে পারবেন ইউজাররা।
Gemini AI হল একটি AI মডেল যা আমাদের মানুষের মতো আচরণ করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত হয়েছে। গুগল সম্প্রতি তাদের উন্নত ভাষা প্রক্রিয়াকরণ অনুযায়ী তিনটি ভিন্ন সংস্করণে এটি চালু করেছে।
Google কোম্পানী বিশ্বাস করে যে জেমিনি অন্যান্য AI মডেলগুলির থেকে অনেক এগিয়ে যখন এটি বোঝার, সংক্ষিপ্তকরণ, যুক্তি, কোডিং এবং পরিকল্পনার ক্ষেত্রে আসে।
বিং চ্যাট
বার্ড আসতেই নড়ে চড়ে বসে মাইক্রোসফট। চলতি বছরে সংস্থা নিয়ে আসে তাদের নিজস্ব এআই চ্যাটবট বিং চ্যাট। এতেও রয়েছে একাধিক সুবিধা। তবে উলেখযোগ্য বিষয় হল, এতে চ্যাটজিপিটির জিপিটি-৪ ল্যাঙ্গুয়েজ মডেল এবং এআই ছবি জেনারেটর ওপেন এআই ডাল-ই এর সাপোর্টও দেয়। তাই অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছে এই প্রযুক্তি।
প্রাকৃতিক ভাষা বোঝার পাশাপাশি, বিং চ্যাটও ব্যবহারকারীদের সাথে ইন্টারঅ্যাক্ট করার সাথে সাথে এটি শিখতে এবং মানিয়ে নিতে সক্ষম। এর মানে হল যে, সময়ের সাথে সাথে, এটি ব্যবহারকারীর চাহিদা বোঝার এবং সাড়া দেওয়ার ক্ষেত্রে আরও ভাল হয়।
জিপিটি-৪
চ্যাটজিপিটির নতুন সংস্করণ নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব ওপেন এআই। এর নাম চ্যাটজিপিটি ফোর। বলা হচ্ছে এটি চ্যাটজিপিটির চেয়ে অধিকতর সৃজনশীল ও উন্নত।
এটি একটি ল্যাঙ্গুয়েজ মডেল। যা জিপিটি ৩.৫-কে প্রতিস্থাপন করেছে। মানুষের মতো কাজ করতে পারে এই ল্যাঙ্গুয়েজ মডেল, দাবি সংস্থার। প্রফেশনাল কাজের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সমান দক্ষ এই মডেল। যে কারণে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে চ্যাটজিপিটি-৪ এর ব্যবহারকারীর সংখ্যা।
ডাল-ই ৩
ওপেনএআই টেক্সট থেকে ছবি তৈরির টুল ডাল-ই এর নতুন ভার্সন উন্মোচন করেছে। নতুন ডাল-ই ৩ তে অসম্পূর্ণ নির্দেশনা দেয়া হলেও আগের চেয়ে নিখুঁত ছবি তৈরি হবে।
যে সংস্থা চ্যাটজিপিটি তৈরি করেছে অর্থাৎ ওপেনএআই। তারাই নিয়ে এসেছে টেক্স-টু-ইমেজ সফটওয়্যার ডাল-ই ৩। সংস্থার কথায়, ডাল-ই ৩ এবার থেকে চ্যাটজিপিটির সঙ্গে কাজ করবে। অর্থাৎ এই টুলে প্রম্পট দিয়েও ছবি তৈরি করতে পারবেন ইউজাররা। তবে এটি ব্যবহার করার জন্য চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন নিতে হবে।
গ্রুক এআই
গুগল, মাইক্রোসফটের পালায় সামিল হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ইলন মাস্ক। ২০২৩ সালের শেষের দিকে তিনি লঞ্চ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই, যা গুগল এবং ওপেনএআইকে টেক্কা দেবে বলে দাবি করেছেন তিনি। টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মে ডেটা বিশ্লেষণ করে রিয়েল টাইম রেজাল্ট দেবে গ্রুক এআই।
Discussion about this post