শিক্ষার আলো ডেস্ক
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৭৪০ সালে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ১৭৪৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়টির কলা ও মানববিদ্যা, সামাজিক বিজ্ঞান, স্থাপত্য, যোগাযোগ, ও শিক্ষাক্ষেত্রের প্রোগ্রামগুলি বিখ্যাত। তবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে পরিচিত এর ব্যবসা, চিকিৎসাবিজ্ঞান ও আইন স্কুলগুলির জন্য। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪,৫০০ অধ্যাপক প্রায় ১০,০০০ স্নাতক ও আরও ১০,০০০ স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীকে শিক্ষাদান করেন।
বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় দুই বছর মেয়াদে স্নাতকোত্তর প্রোগ্রামে দেয় এ স্কলারশিপ। ‘পেন জিএসই’ স্কলারশিপের আওতায় মেধার ভিত্তিতে এ স্কলারশিপ দেয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ৩০ জুন।
আরও পড়ুনঃ ডেনমার্কের সেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, স্কলারশীপ ,চাকরী ও স্থায়ী বসবাস !
সুযোগ-সুবিধা
*নির্বাচিত শিক্ষার্থীরা ১০ হাজার পাউন্ড পাবেন; (১ পাউন্ড সমান ১৪৮ টাকা ৮২ পয়সা ধরলে ১০,০০০ পাউন্ডে ১৪ লাখ ৮৮ হাজার ২৪৬ টাকা)।
*বিশ্ববিদ্যালয়টিতে আগত প্রায় ৭৫ ভাগ শিক্ষার্থীকে বিভিন্ন বৃত্তি প্রদান করা হয়।
আবেদনের যোগ্যতা
*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;
*আইইএলটিএস অথবা টোয়েফল স্কোর প্রদান করতে হবে।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে
বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এখানে।
Discussion about this post