শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ পেয়েছেন ২৩ বাংলাদেশি পেশাজীবী। দ্রুতই যুক্তরাজ্যের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্সে পড়তে বাংলাদেশ ছেড়ে যাবেন তারা।
গত সপ্তাহে একটি অনলাইন কর্মসূচির মাধ্যমে নতুন শেভেনিং স্কলারশিপের ঘোষণা দেয় ঢাকার ব্রিটিশ কাউন্সিল।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ একটি সম্মানজনক বৃত্তি কার্যক্রম। যুক্তরাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তি প্রোগ্রাম এটি। ১৯৮৩ সালে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়। এর আওতায় শেভেনিং স্কলারশিপ ও শেভেনিং ফেলোশিপ দেয়া হয়। যুক্তরাজ্যের দূতাবাস ও হাইকমিশন বৃত্তি নির্ধারণ করে।
এই ফেলোশিপের মাধ্যমে যুক্তরাজ্যে ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পান শিক্ষার্থীরা। লেখাপড়ার সময় তাদের পূর্ণ আর্থিক সহায়তা দেয়া হয়। এ ছাড়া একাডেমিক, পেশাগত ও সাংস্কৃতিক অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা।
Discussion about this post