শিক্ষার আলো ডেস্ক
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে নিউজিল্যান্ড। নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে দেশটিও। ‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ তার মধ্যে অন্যতম একটি। নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে।
‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ এর আওতায় মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের যে কোনো সময় আবেদন করা যাবে।
এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অফ হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন।
আরও পড়ুন- স্নাতকোত্তর-পিএইচডি করুন তাইওয়ান সরকার অধীনে
সুযোগ-সুবিধাসমূহ:
* নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
* ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।
আবেদনের যোগ্যতা:
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ওয়াকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
– মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।
* স্পন্সর এর মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় নথিসমূহ :
* পাসপোর্টের কপি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* এসওপি।
* ভাষা পরীক্ষার সনদ।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। ২০২৪ সালের জন্য শিক্ষার্থীরা যেকোনো সময় আবেদন করতে পারবেন । সাধারণত আবেদনের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Discussion about this post