শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া সরকার। প্রতিবছর বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশের নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়। আবেদন শেষ হবে আগামী ১২ মার্চ।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;
*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসন সুবিধা;
*রেজিস্ট্রেশন ফি প্রদান করবে;
*মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো দেবে;
*স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করবে;
*পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করবে;
প্রয়োজনীয় কাগজপত্র-
*জীবনবৃত্তান্ত (সিভি);
*স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম;
*যে ইউনিভার্সিটি পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম;
*যাবতীয় শিক্ষাসনদ ও ট্রান্সক্রিপ্টের কপি;
*জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি;
*পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ (প্রথম তিন পৃষ্ঠা);
*মেডিকেল সার্টিফিকেট;
*ইউরো পাস ফরম্যাটের সিভি;
*দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;
*আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারি চিঠি;
*এক্সট্রা কারিকুলাম এর সার্টিফিকেট (যদি থাকে);
আরো পড়ুন-বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ অস্ট্রেলিয়ায়
রোমানিয়ার প্রধান কিছু বিশ্ববিদ্যালয়-
*ইউনিভার্সিটি অব বুখারেস্ট;
*বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ;
*বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি;
*আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি;
*ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা;
*ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট;
*টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস;
অধ্যয়নের ক্ষেত্র-
স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশুচিকিৎসা।
অধ্যয়নের ভাষা-
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, এ দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়াও অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।
আবেদন যোগ্যতা-
*ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থী হতে হবে;
*প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না;
*স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদন প্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post