শিক্ষার আলো ডেস্ক
বিদেশি শিক্ষার্থীরা যেসব দেশে পড়তে যেতে চান, সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাজ্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের শিক্ষার্থীদের জন্য নানা স্কলারশিপ দিয়ে থাকে। এমন স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম হলো ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’।
অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল ২০২৫, যুক্তরাজ্যর সময় সকাল ১০টা পর্যন্ত।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন । তবে মেডিসিন, ডেনটিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ নেই। ‘থিঙ্ক বিগ স্কলারশিপে’ স্নাতকের মেয়াদ তিন বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ এক বছর। ‘থিঙ্ক বিগ‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি’র জন্য অনুদানও দেওয়া হয়ে থাকে।
সুযোগ-সুবিধা সমূহ-
- স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড দেবে
- এ অর্থ শুধু টিউশন ফি’র জন্য ব্যবহার করা যাবে
- জীবনযাত্রার খরচের জন্য ৩ হাজার পাউন্ড মিলবে
আবেদন যোগ্যতা-
- স্নাতকোত্তরে জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে
- একাডেমিক ফলাফল ভালো হতে হবে
- টিউশন ফি’র জন্য অন্য কোনো তহবিলের আবেদনকারী হওয়া যাবে না
- ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে
আবেদন প্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীরা আবেদনপদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ এপ্রিল ২০২৫, যুক্তরাজ্যর সময় সকাল ১০টা।
Discussion about this post