ক্যারিয়ার ডেস্ক
ইউরোপের অন্যতম দেশ লুক্সেমবার্গ এর সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বৃত্তি দিচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ বৃত্তির জন্য আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তি দিচ্ছে লুক্সেমবার্গের ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ। এরইমধ্যে বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতার আইইএলটিএসের কোনো প্রয়োজন নেই।
সুযোগ-সুবিধা: বৃত্তির জন্য নির্বাচিত প্রার্থীদের আংশিকভাবে অর্থায়ন করবে ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ। স্নাতকোত্তর শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে দুই বছরে মোট ১০ হাজার ইউরো প্রদান করা হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৮২ হাজার ১০০ টাকা (২৮ জানুয়ারি প্রতি ইউরো ১২৮ টাকা ২১ পয়সা হিসাবে)। এছাড়া লুক্সেমবার্গ সরকারের আর্থিক সহায়তায় আবাসনের ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ !
প্রয়োজনীয় নথিপত্র
- স্নাতক বা পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি।
- পারসোনাল স্টেটমেন্ট।
- দুটি রেকমেন্ডেশন লেটার।
- মোটিভেশন লেটার।
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
- প্রশংসাপত্রের অনুলিপি।
- পূর্ববর্তী বছরের আয়করবিষয়ক নথি।
- পারিবারিক অবস্থার বিবরণ।
-
আবেদনের যোগ্যতা
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নন–ইইউ দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের একাডেমিক ভালো রেকর্ড থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য ও আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post