শিক্ষার আলো ডেস্ক
জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্ত:সরকারি প্যানেল হলো আইপিসিসি। জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা হলো আইপিসিসি। রাজনৈতিক নেতাদের জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও ঝুঁকি–সম্পর্কিত পর্যায়ক্রমিক বৈজ্ঞানিক মূল্যায়ন প্রদান, সেই সঙ্গে অভিযোজন ও প্রশমন কৌশলগুলো তুলে ধরার কাজ করে আইপিসিসি।এই আইপিসিসি বৃত্তি দেয়। এ বৃত্তির অর্থ আসে ২০০৭ সালের নোবেল শান্তি পুরস্কারের প্রাপ্ত অর্থ থেকে। এর সঙ্গে যুক্ত হয়েছে অন্য দাতাদের অর্থও।
উন্নয়নশীল দেশ ও ক্রান্তিকালীন অর্থনীতির দেশগুলোর ২৪ শিক্ষার্থী সপ্তম রাউন্ডে (২০২৩-২৫) আইপিসিসি বৃত্তি পেয়েছে। ২০১১ সালে প্রথম পুরস্কারের পর থেকে এখন পর্যন্ত ১১৬ শিক্ষার্থী আইপিসিসির সহায়তা পেয়েছে।
আরও পড়ুন-জাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ
একজন বৃত্তি পেলে প্রতিবছর ১৫ হাজার ইউরো করে পাবেন। দুই বছর (২০২৫–২৭) এ বৃত্তি পাবেন শিক্ষার্থীরা।
আবেদনপত্রের সঙ্গে যা যা করতে হবে-
- জাতীয় পরিচয়পত্র।
- পাসপোর্ট।
- গবেষণাপ্রস্তাব (সর্বোচ্চ ৫ থেকে ১৫ পৃষ্ঠা পর্যন্ত)।
- নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপত্র।
আবেদন শেষ: আগামী ১৩ এপ্রিলে।
* আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি দেখুন এখানে
Discussion about this post