বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রথম পছন্দ ইংল্যান্ড। কারন দেশটিতে রয়েছে অসংখ্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ডিগ্রী প্রদান করা হয় সেগুলো হচ্ছে: ব্যাচেলর ডিগ্রী,মাস্টার্স ডিগ্রী,এম.বি.এ ডিগ্রী,ডক্টরেট ডিগ্রী,হায়ার ন্যাশনাল ডিপ্লোমা,কারিগরী কোর্স,সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স যেমন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজি-ডিপ), পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট (পিজি-সার্ট) ইত্যাদি।
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারনত দু’টি সেমিস্টারে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এগুলো হচ্ছে:
অটাম সেমিস্টার-সেপ্টেম্বর-জানুয়ারী,স্প্রিং সেমিস্টার-জানুয়ারী থেকে জুন।
বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্যাবলী :
ক্স আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে মেইল করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন।
ক্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনি ভর্তি ফরম ডাউনলোড করে নিতে পারেন।
ক্স কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের রয়েছে অনলাইনে ভর্তি সুযোগ।
ক্স এডমিশন অফিস আপনার অনুসন্ধানের জবাবে ভর্তি এবং ভিসার জন্য কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন হবে তা বিস্তারিতভাবে জানিয়ে দিবে।
ক্স ভর্তি প্রক্রিয়াটি অন্তত ১ বৎসর সময় হাতে রেখে শুরু করা উচিত। আবেদনপত্র গ্রহনের পর ৬ থেকে ৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
ক্স সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশীটের ইংরেজী ভার্সন।
ক্স শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র।
ক্স টোফেল বা আইইএলটিএস স্কোর এর প্রমানপত্র।
ক্স পাসপোর্টের ফটোকপি।
ক্স রেফারেন্স লেটার।
ক্স সকল কপি একজন পাবলিক নোটারী কর্তৃক সত্যায়িত হতে হবে।
বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হওয়ার শিক্ষাগত, ভাষাগত ও অন্যান্য যোগ্যতা ঃ
ব্যাচেলর (কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষা) – আইইএলটিএস ৬-৬.৫, ৩-৪ বৎসর প‚র্নকালীন অধ্যয়নের প্রয়োজন হয়।
মাস্টার্স (কমপক্ষে ১৬ বৎসর মেয়াদী শিক্ষা) – আইইএলটিএস ৬.৫-৭, ১-৩ বৎসর প‚র্নকালীন অধ্যয়নের প্রয়োজন হয়।
ক্স আইন ও চিকিৎসাবিদ্যার জন্য ৫ বৎসর প‚র্নকালীন অধ্যয়ন প্রয়োজন।
ক্স স্থাপত্যবিদ্যার জন্য প্রয়োজন ৭ বৎসরের প‚র্নকালীন অধ্যয়ন।
ক্স পি,এইচ,ডি প্রোগ্রামের জন্য ৩ থেকে ৪ বৎসর প‚র্নকালীন অধ্যয়নের প্রয়োজন হয়।
যেসব বিষয়ে অধ্যয়ন করতে পারেন:
ইংল্যান্ডে অধ্যয়নের জন্য আপনি নিম্নের যে কোন বিষয় বেছে নিতে পারেন:তত্ত¡ীয় ও ফলিত বিজ্ঞান,কম্পিউটিং এন্ড ম্যাথমেটিক্যাল সাইন্স,হেলথ এন্ড মেডিসিন,আইন,বিবিএ,এমবিএ,সমাজবিজ্ঞান,হোটেল ম্যানেজমেন্ট,ক্রিয়েটিভ আর্ট ইত্যাদি।
শিক্ষা ব্যয়:
ক্স ফাউন্ডেশন কোর্স প্রতি বছর ৪০০০ পাউন্ড থেকে ১২০০০ পাউন্ড
ক্স কলা বিষয়সম‚হ -প্রতি বছর ৭০০০ পাউন্ড-৯০০০ পাউন্ড
ক্স বিজ্ঞান বিষয়সম‚হ- প্রতি বছর ৭৫০০ পাউন্ড- ১২০০০ পাউন্ড
ক্স ক্লিনিক্যাল বিষয়সম‚হ- প্রতি বছর ১০০০০ পাউন্ড -২১০০০ পাউন্ড
ক্স এম,বি,এ- প্রতি বছর ৪০০০ পাউন্ড -৩০০০০ পাউন্ড
কাজ করার সুযোগ:
ক্স ইংল্যান্ডে ছাত্রছাত্রীরা প্রতি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার সুযোগ পায় এবং ছুটির দিন এই সুযোগ ৩৬ ঘন্টার জন্য। বড় বন্ধের সময় কোন বাধা ধরা নিয়ম নেই সবসময়ই কাজ করতে পারে শিক্ষার্থীরা।
কেন আপনি টক পড়তে যাবেন?
উচ্চ শিক্ষার জন্য টক কে স্বর্গরাজ্য বলা যায় । সারা পৃথিবী থেকে এখানে স্টুডেন্টরা পড়াশুনা করতে আসে । ইদানিং এখানে ভিসা পাওয়ার রেট খুব ভাল । তবে ইউকের ভিসা পেতে গেলে আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে । টক -র ইউনিভার্সিটিগুলো থেকে প্রাপ্ত ডিগ্রীর কদর সারা বিশ্বজুড়ে ।তাছাড়া আর্থিক মন্দা কাটিয়ে উঠায় টক -তে এখন পার্ট টাইম জব পাওয়া যাচ্ছে । এটা নিশ্চিত থাকেন যে ইউকেতে আপনি কঠোর পরিশ্রম করলে নিজের খরচ নিজে চালাতে পারবেন যদি আপনার টিউশন ফি বছরে ৫০০০ হাজার ইউরোর নিচে হয় ।
টক -তে পড়াশুনা করতে হলে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে।
মাস্টার্স ও ব্যাচেলর কোর্সের জন্য ওঊখঞঝ স্কোর লাগবে ৫.৫ থেকে ৬ + । বেশি হলে আরও ভাল । একাডেমি রেজাল্ট মিনিমাম ৫০-৫৫ শতাংশ মার্কস থাকতে হবে । ব্যাংক স্পন্সার হিসেবে টিউশন ফি আর লিভিং কস্ট দেখাতে হয় সেটা $১০০০০- $১৫০০০ ইউরো । ১ মাসের জন্য রাখলেই হবে।এতে ভয় পাওয়ার কিছু নেই ! ভিসা হয়ে গেলে টাকা টা তুলতে পারবেন, অনেকেরই আবার জার্মানীর মত বøক আকাউন্ট নিয়ে ভয় থাকতে পারে ।
টক -র সেরা কিছু বিশ্ববিদ্যালয় : ১. ইবফভড়ৎফংযরৎব টহরাবৎংরঃু ২. উঁহফবব টহরাবৎংরঃু ৩. ইধহমড়ৎ টহরাবৎংরঃু ৪. উব গড়হঃভড়ৎঃ টহরাবৎংরঃু ৫. টহরাবৎংরঃু ড়ভ ডবংঃ ঝপড়ঃষধহফ ৬. ইচচ টহরাবৎংরঃু ৭. এৎববহরিপয টহরাবৎংরঃু ৮. ঈড়াবহঃৎু টহরাবৎংরঃু (গধরহ ্ খড়হফড়হ ঈধসঢ়ঁং নড়ঃয) ৯. ঘড়ৎঃযঁসনৎরধ টহরাবৎংরঃু ১০. ইরৎসরহমযধস টহরাবৎংরঃু ১১. টহরাবৎংরঃু ড়ভ ঃযব ডবংঃ ড়ভ ঊহমষধহফ ইৎরংঃড়ষ ১২. টষংঃবৎ টহরাবৎংরঃু ১৩. ঊধংঃ খড়হফড়হ টহরাবৎংরঃু ১৪. জড়বযধসঢ়ঃড়হ টহরাবৎংরঃু ১৫. ঞযব টহরাবৎংরঃু ড়ভ খধি ১৬. খড়হফড়হ ঝপযড়ড়ষ ড়ভ ঈড়সসবৎপব ১৭. ডবংঃসরহংঃবৎ করহমংধিু ঈড়ষষবমব.
টক -তে কি কি ধরনের বিষয়ে পড়তে পারবেন?
গইঅ, গঝঈ, ইইঅ, অঈঈঙটঘঞওঘএ, গঅজকঊঞওঘএ, ঐজগ, ঊঘএওঘঊঊজওঘএ, খঅড, ওঞ, ঝঙঈওঅখ ঝঈওঊঘঈঊ, চটইখওঈ ঐঊঅখঞঐ, চঐঅজগঅঈণ, উওচখঙগঅ সহ আরও নানা ধরনের বিষয়ে পড়াশুনা করতে পারবেন ।
টক – তে টিউশন ফিস কেমন লাগতে পারে?
এখানে অনেকেই আডমিশন এর জন্য দুইটা পথ বেছে নেয় কলেজ অথবা ইউনিভার্সিটি ।কলেজে গেলে টিউশন ফি একটু কম হবে। আর ইউনিভার্সিটি তে গেলে বেশি হবে ।টিউশন ফি $ ৪০০০-$ ১৫০০০ প্রতি বছর হতে পারে । এটা আপনি কোন সাবজেক্ট বা কলেজে পড়বেন তার উপর নির্ভর করে ।তবে কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলে ভিসা পাওয়ার চান্স বেশি থাকে।
টক -তে থাকা খাওয়ার খরচ কত ?
ইউকে তে থাকা খাওয়া বাবদ মাসে ৪০০ থেকে ৫০০ ইউরোর মত খরচ হতে পারে । আপনি কি মানের লাইফ লিড করতে চান তার উপর এটা ডিপেন্ড করে ।
টক -তে পার্টটাইম জব ফ্যাসিলিটি ঃ
ইংল্যান্ডে সপ্তাহে ২০ ঘণ্টা আর ছুটির সময় ফুল টাইম কাজ করা যাবে । বর্তমানে ইউকে গভারন্মেন্ট স্টুডেন্টদেরকে ক্যাম্পাসের বাইরে কাজ করার অনুমতি দিচ্ছে । এমনকি স্টুডেন্টদের স্পাউজ থাকলে তিনিও কাজ করার অনুমতি পাবেন ।
টক- তে স্থায়ী হবার সুযোগ কেমন ?
অনেকের ই আবার দীর্ঘ দিন থাকার ইচছা হতে পারে ।হ্যাঁ সেটা ও সম্ভব তবে কম পক্ষে ৮-১০ বছর লেগে যেতে পারে ।মাস্টার্স শেষ হলে আপনি যদি ফুলটাইম জব ম্যানেজ করে বছরে $২০০০০ আয় করতে পারেন আর সাথে $৫০০০ মত দেখালেই দীর্ঘ স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পাবেন ।তবে অরা সাথে আর ও একটা নতুন রিকয়মেন্ট যোগ করেছে সেটা হল আপনার ইংলিশ স্পিকিং ভাল হতে হবে ।
সব মিলিয়ে আপনার কেমন খরচ হবে?
সব মিলিয়ে কত খরচ হবে আসলে নিশ্চিত করে বলা অনেক কঠিন । আপনার সাবজেক্ট আর কলেজ এগুলির উপর সব ডিপেন্ড করে । তবে আনুমানিকভাবে ১০ বা ১১ লাখের মত খরচ হতে পারে ।
টক -র ভিসা প্রসেসিং হতে কয়দিন লাগে?
ইউকের স্টুডেন্ট ভিসা প্রসেস হতে ৩ মাসের মত সময় লাগতে পারে ।
Discussion about this post