জিআরই কি?
গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীর দক্ষতা যাচাইয়ের জন্য বিশ্বে বহুল ব্যবহৃত পরীক্ষাটির নামই হলো জিআরই। আমরা সবাই জানি পড়াশোনার মান এবং ইভালুয়েশন পদ্ধতি দেশ, বিশ্ববিদ্যালয়েভেদে ভিন্ন। কোথাও ১০০ তে ৮০ পেলেই চার এ চার পাওয়া যায় আবার কোথাও চার পেতে ৯৭ পেতে হয়। এক দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আরেক দেশের আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সিজিপিএ তুলনা করে সত্যিকার অর্থে কে বেশি মেধাবী তা নির্নয় করা দুরূহ। এখন যদি এই দুই শিক্ষার্থীই একটি কমন পরীক্ষা মানে জিআরই দেয় তাহলে তাদের জিআরই স্কোর দেখে তাদের মেধার তুলনামূলক সঠিক চিত্র পাওয়া যাবে। প্রতিবছর ১৬০ টি দেশের ১০০০ এরও বেশি টেস্ট সেন্টারে হাফ মিলিয়নের থেকে বেশি শিক্ষার্থী জিআরই জেলারেল টেস্ট দিয়ে থাকে।
কেনো জিআরই দিবেন?
ইউএস, কানাডার বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ের জন্য জিআরই বাধ্যতামূলক ভাবে দেয়া লাগে। এর বাইরে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো জিআরই স্কোর থাকলে তা এডমিশনের ক্ষেত্রে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। এছাড়া ভালো জিআরই স্কোর সবসময়ই ফান্ড পেতে সহায়ক ভূমিকা পালন করে।
জিআরই ২০১৯: হাইলাইটস
পরীক্ষার নাম – জিআরই
জিআরই ফুল ফর্ম – Graduate Record Examination
অফিশিয়াল ওয়েবসাইট – https://www.ets.org/gre
সে জন্য সবথেকে বেশি দেয়া হয় – ইউএসএ তে এমএস এ আবেদন করার জন্য
এক্সাম মোড – কম্পিউটার বেজড
জিআরই ফি – ২০৫ ইউএস ডলার
স্কোর রেঞ্জ – ভারবাল রিজনিং স্কোর ১৩০ থেকে ১৭০ এর মধ্যে
কোয়ান্টটেটিভ রিজনিং স্কোর ১৩০ থেকে ১৭০ এর মধ্যে
এনালাইটিকাল রাইটিং স্কোর ০ থেকে ৬ এর মধ্যে
জিআরই এর প্রকারভেদ
বর্তমানে দুই ধরণের জিআরই টেস্ট দেয়া যায়। এগুলো হলো- জিআরই জেনারেল টেস্ট এবং জিআরই সাবজেক্ট টেস্ট।
জিআরই জেনারেল টেস্ট কি
জিআরই বলতে আমরা মূলত জিআরই জেনারেল টেস্টকেই বুঝি। জিআরই জেনারেল টেস্ট এমএস, এমবিএ সহ প্রায় সব প্রোগ্রামে গ্রহণ করা হয়ে থাকে। ভার্বাল এবং কোয়ান্টেটিভ রিজনিং এর পাশাপাশি এনালাইটিকাল রাইটিং এর উপর এক্সাম নেয়া হয়ে থাকে।
জিআরই সাবজেক্ট টেস্ট কি
নাম দেখেই বুঝতে পারছেন, জিআরই সাবজেক্ট টেস্টে নির্দিস্ট একটি সাবজেক্টের দক্ষতা দেখা হয়। গণিত, ইংরেজি সাহিত্য, পদার্থ, মনোবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এই সাবজেক্টগুলোর জিআরই সাবজেক্ট টেস্ট আছে। আগে প্রানরসায়ন এর উপরও জিআরই সাবজেক্ট টেস্ট দেয়া যেত। ২০১৬ এর পর থেকে এবিষয়ের উপর জিআরই সাবজেক্ট টেস্ট আর নেয়া হচ্ছে না।
কারা জিআরই দেন
মূলত বাইরে মাস্টার্স, পিএইচডি এবং ক্ষেত্রবিশেষে এমবিএ করতে আগ্রহী শিক্ষার্থীরা জিআরই দিয়ে থাকেন।
বিজনেস স্কুলে জিআরই
আগে শুধু জিম্যাট গ্রহণ করলেও বর্তমানে প্রায় সব বিজনেস স্কুল জিআরই গ্রহণ করে থাকে।
ল স্কুলে জিআরই
সাধারণত জিআরই ছাড়াই বাইরে ল পড়ার অনেক সুযোগ আছে। তবে অনেক ল স্কুল জিআরই গ্রহণ করে থাকে। এগুলো হলো-
American University Washington College of Law
Boston University School of Law
Brooklyn Law School
Chicago-Kent College of Law
Columbia Law School
Harvard Law School
Florida International University College of Law
Cornell Law School
John Marshall Law School
New York University School of Law
কোনটা দিবো: জিআরই নাকি জিম্যাট
জিআরই মূলত সায়েন্স রিলেটেড প্রোগ্রামে বেশি চাওয়া হয়ে থাকে। অপরদিকে জিম্যাট বেশি চাওয়া হয়ে থাকে বিজনেস রিলেটেড প্রোগ্রামগুলোতে। এবিষয়টি খেয়াল রেখে সিদ্ধান্ত নিতে পারেন যে কোনটা আপনার দেয়া প্রয়োজন।
জিআরই রেজিস্ট্রেশন করবেন যেভাবে
জিআরই এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে প্রথমে ETS account খুলতে হবে। একাউন্ট খোলার পর জিআরই জেনারেল টেস্ট দিতে চান নাকি জিআরই সাবজেক্ট টেস্ট দিতে চান তা ঠিক করতে হবে। এরপর এক্সাম ডেট এবং সেন্টার সিলেক্ট করতে হবে। সিট বুকিং এর কাজ হয়ে গেলে পেমেন্ট পেজ আসবে। অনলাইনে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি ২০৫ ইউএস ডলার পরিশোধ করতে পারবেন।
জিআরই টেস্ট রিশিডিউল বা ক্যান্সেল করতে চাইলে
টেস্ট দেয়ার তারিখের ৪ দিন আগ পর্যন্ত রিশিডিউল বা ক্যান্সেল করা যাবে। রিশিডিউল বা ক্যান্সেলের ক্ষেত্রে ৫০ ইউএস ডলার ফি দিতে হবে। তবে জিআরই জেনারেল টেস্টের জন্য পেমেন্ট করার পর সেটাকে জিআরই সাবজেক্ট টেস্টে শিফট করানো যাবে না।
জিআরই এক্সাম ফি
জিআরই জেনারেল টেস্ট ফি ২০৫ ইউএস ডলার
জিআরই সাবজেক্ট টেস্ট ফি ১৫০ ইউএস ডলার
লেট রেজিস্ট্রশন ফি ২৫ ইউএস ডলার
স্ট্যান্ডবাই টেস্টিং ২৫ ইউএস ডলার
রিশিডিউল ফি ৫০ ইউএস ডলার
জিআরই সিলেবাস
জি আর ই এক্সাম ৩ ভাগে নেওয়া হয়ে থাকে।
এনালাইটিকাল রাইটিং
ভার্বাল এবং
কোয়ান্টিটেটিভ
এনালাইটিকাল রাইটিংয়ের সময় ১ ঘণ্টা, মানে ৬০ মিনিট। এই সময়ে আপনাকে ইস্যু এবং আরগুমেন্টিভ এই দুই ধরনের রচনা লিখতে হবে। প্রতি সেকশনে বরাদ্দ থাকবে ত্রিশ মিনিট সময়। নাম্বার দেওয়া হয় ১ থেকে ৬ স্কেলে। ইংরেজিতে লেখার দক্ষতা এবং আপনার বিশ্লেষণী দক্ষতা ভালো হলে রাইটিংয়ে সহজেই ৩.৫ – ৪ পাওয়া সম্ভব।
ভার্বাল এবং কোয়ান্টিটেটিভের নাম্বার থাকে ১৭০ করে সর্বমোট ৩৪০ এবং প্রতিটি ভাগে দুই সেট করে প্রশ্ন আসে।এখানে উল্লেখ্য যে জিআরইতে ০ পাওয়া যায় না। স্কোর রেঞ্জ হলো ২৬০ থেকে ৩৪০। মানে সর্বনিম্ন ২৬০ পাওয়া যায় এবং সর্বোচ্চ ৩৪০ পাওয়া সম্ভব। ভার্বালে দুই সেকশনে ২০টি করে সর্বমোট ৪০টি প্রশ্ন দেওয়া হয় এবং তার জন্য থাকে এক ঘণ্টা সময়। অন্যদিকে কোয়ান্টিটেটিভে একই সংখ্যক প্রশ্নের জন্য ৩৫ মিনিট করে সর্বমোট ৭০ মিনিট দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের মান ১।
এছাড়া অনেক সময় অতিরিক্ত সেট হিসেবে ভার্বাল কিংবা কোয়ান্টিটেটিভ থেকে আপনার জন্য প্রশ্ন দেওয়া হতে পারে– যেটার জন্য কোনো স্কোরিং হয় না। যেহেতু আপনি জানেন না কোন সেকশনে স্কোরিং করা হয় না, তাই আপনাকে প্রতিটি সেকশনই খুব ভালোভাবে দিতে হবে।
Discussion about this post