অনলাইন ডেস্ক
২০২২-২০২৩ সালের জন্য যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পান।
ফুলব্রাইট শিক্ষাকার্যক্রমটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট স্পন্সর করে থাকে এবং এটি পরিচালনা করে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই)।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য আবেদন করার শেষ সময় আগামী ১৫ মে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা।
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক উচ্চাকাঙ্ক্ষী তরুণ পেশাজীবীদের জন্য। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিও-তে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য-পর্যায়ের কর্মকর্তারা।
দূতাবাস শিক্ষার সকল শাখার আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেবে। তবে, দূতাবাস বিশেষভাবে শিক্ষার কয়েকটি শাখার ওপর জোর দিতে চায়। এগুলো হলো—উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবিক, ব্যবসায়, অর্থনীতি, জননীতি, পরিবেশগত বিজ্ঞান, নগর পরিকল্পনা, চারুকলা, মনোবিজ্ঞান এবং নিরাপত্তা বিষয়ক অধ্যয়ন।
বিস্তারিত জানতে https://bd.usembassy.gov/bn/25268-bn/
Discussion about this post