শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরের জন্য আংশিক বৃত্তি দিচ্ছে সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়। এ বৃত্তি পেতে স্নাতকে উচ্চ একাডেমিক ফলাফলের অধিকারী হতে হবে।আগ্রহীরা আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
দেড় থেকে দুই বছরের এই স্নাতকোত্তর প্রোগ্রামটির জন্য প্রতিবছর বিশ্ববিদ্যালয়টি মোট ১০ জনকে বৃ্ত্তি প্রদান করে থাকে।
বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রতি মাসে বাংলাদেশী টাকায় প্রায় দেড় লক্ষ টাকা অনুদান পাবেন। বছরের মোট ১০ মাস (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই) এ বৃত্তি দেয়া হয়।
আর্থিক সুবিধা:
বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় দেড় লক্ষ টাকা) প্রদান করা হবে। অনুদানের জন্য ১০ জন আবেদনকারীকে পুরস্কৃত করা হয়।
আবেদনের শর্ত:
* লুসান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে ইউএনআইএলে স্নাতকের সমমানের একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা।
* উচ্চতর একাডেমিক ফলাফল।
* ফরাসি ভাষায় কমপক্ষে B2 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও বৈশ্বিক স্কেল অনুযায়ী) বা নির্বাচিত শিক্ষকের শেখানো ভাষা অনুসারে ইংরেজিতে কমপক্ষে C1 এর ভাষা স্তর থাকতে হবে।
* প্রশাসনিক ফি ২০০ ফরাসি ফ্রাঙ্ক (প্রায় ১৯ হাজার টাকা)।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের অবশ্যই তাদের পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে। কেবলমাত্র নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
Université de Lausanne, Service des affaires sociales et de la mobilité étudiante (SASME), Bâtiment Unicentre, CH – 1015 Lausanne, Switzerland
বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে
Discussion about this post