শিক্ষার আলো ডেস্ক
অল্প খরচে ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করার জন্য সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
তিনটি সিজনে সারা বছরই এ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। অক্টোবর, ডিসেম্বর এবং ফেব্রুয়ারি- এ তিনটি ধাপে পছন্দমতো শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার শুরু করার সুযোগ রয়েছে।
মেলবোর্ন ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন প্রতিবছর এ স্কলারশিপের আওতায় মোট ২০টি বৃত্তি দেয়।
কী কী বিষয় মনে রাখবেন:
অস্ট্রেলিয়ান এবং আন্তর্জাতিক শিক্ষার্থী উভয় প্রার্থীরাই আবেদনের যোগ্য।
আবেদনকারীদের প্রথমে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে একটি ডিগ্রী প্রোগ্রামে ভর্তির প্রস্তাব পেতে হবে।
আবেদনকারীদের অবশ্যই একটি স্নাতক ডিগ্রী সম্পন্ন থাকতে হবে।
প্রার্থীদের টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতার প্রমাণ থাকতে হবে।
প্রার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাঠ্যক্রমের জীবনী এবং ভাষার দক্ষতা প্রমাণের স্ক্যান কপি জমা দিতে হবে।
সুযোগ-সুবিধা:
শিক্ষার্থীদের শিক্ষা অনুদান হিসেবে দুই বছরে সর্বোচ্চ ১৮ লক্ষ টাকা প্রদান করা হবে। এ টাকা অর্ধ-বার্ষিক কিস্তিতে দেয়া হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
Discussion about this post