শিক্ষার আলো ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে গবেষণায় বাংলাদেশী শিক্ষার্থীদের স্বলারশিপ দিচ্ছে কানাডার বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (বিসিবিএস)। কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া স্নাতক ও স্নাতকোত্তরের বাংলাদেশী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তি হিসেবে মনোনীত শিক্ষার্থীদের এককালীন ১ হাজার ডলার (৮৫ হাজার টাকা) প্রদান করা হবে।
অন্তত ২ জন নারীসহ মোট ৫ জনকে এ স্কলারশিপ দেয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর পর্যন্ত। বৃত্তির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হবে।
বৃত্তির জন্য নির্ধারিত পাঁচটি বিষয় হচ্ছে- বঙ্গবন্ধুর ‘শান্তি দর্শন’ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এর ইতিবাচক ভূমিকা ও গুরুত্ব, বঙ্গবন্ধুর স্বাস্থ্য দর্শন ও বাংলাদেশের আজকের স্বাস্থ্য খাতের উন্নয়নে এর ভূমিকা, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা, রাজনীতিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অবদান ও আজকের বাংলাদেশের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণে এর তাৎপর্য এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামাল: বাংলাদেশের আধুনিক ক্রীড়া জগতের রূপকার।
যোগ্যতার মানদণ্ড ও শর্তাবলী:
* অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
* কানাডার যে কোন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শীতকালীন সেশনের ছাত্র হতে হবে।
* শুধুমাত্র স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যায়ন করা শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি। এক্ষেত্রে পিএইচডির শিক্ষার্থীদের বিবেচনা করা হবে না।
* বৃত্তির সময়কালে কানাডায় বসবাসের প্রমাণ জমা দিতে হবে।
* শুধুমাত্র একটি বিষয়ের জন্য আবেদন করতে পারেন। একাধিক বিষয়ে আবেদন গ্রহণ করা হবে না।
* আবেদনকারীরা আবেদনের সময় অন্যান্য সেক্টর বা অনুষদ বা সংস্থায় একাধিক বৃত্তি পেতে পারেন।
* নির্বাচিত থিমের কিছু পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা থাকতে হবে (স্বেচ্ছাসেবী কাজ, সংবাদ নিবন্ধ প্রকাশ ইত্যাদি)।
* গবেষণা কাজের বাই-এনুয়াল (অর্ধ-বার্ষিক) অগ্রগতি প্রতিবেদন অবশ্যই বিসিবিএস কর্তৃপক্ষকে জানাতে হবে।
* নির্ধারিত বিষয়ে মোট ৩০০০ শব্দের একটি গবেষণা প্রতিবেদন লিখতে হবে।
* নির্ধারিত বিষয়ে প্রতিমাসে একটি করে মোট ১২টি ব্লগ পোস্ট লিখতে হবে।
সুবিধাসমূহ:
এক বছরের জন্য ১ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।
৭৫ শতাংশ বৃত্তি সেমিস্টারের শুরুতে বিতরণ করা হবে। গবেষণার অগ্রগতির উপর ভিত্তি করে বাকি অর্থ শিক্ষাবর্ষের শেষে বিতরণ করা হবে।
নারী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
বিসিবিএস প্রদত্ত ফরম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনের জন্য ক্লিক করুন এই লিংকে। এছাড়া বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।
Discussion about this post