শিক্ষার আলো ডেস্ক
২০২২ সালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কমনওয়েলথ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে পারবেন। আগামী ১৪ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেক্রেটারি বরাবর করতে হবে আবেদন।
এই স্কলারশিপের অধীনে করা স্নাতকোত্তরের সময়সীমা ১ বছর এবং পিএইচডির সময়সীমা ৩ বছর পর্যন্ত হয়ে থাকে।
মোট ৬ টি বিষয়ের উপর এ স্কলারশিপ দেয়া হয়। এগুলো হলো- সায়েন্স এন্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট; স্ট্রেনথেনিং হেলথ সিস্টেম এন্ড ক্যাপাসিটি; প্রমোটিং গ্লোবাল প্রোসপারিটি; স্ট্রেনথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি এন্ড গভরন্যান্স; স্ট্রেনথেনিং রিজেলিয়েন্স এন্ড রেসপন্স টু ক্রাইসিস; এবং একসেস, ইনক্লুশন এন্ড অপরচুনিটি।
১৯৫৯ সালে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) যাত্রা শুরু করে। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্য থেকে বছরে ৮০০টি বৃত্তি দেয়া হয়। যুক্তরাজ্য সরকারের ‘আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ বা ডিএফআইডি’লন্ডনের কমনওয়েলথ কমিশন সচিবালয়ের মাধ্যমে এ স্কলারশিপের আর্থিক অনুদান দেয়।
কমনওয়েলথ বৃত্তির সুবিধা:
* স্নাতকোত্তর বা পিএইচডির সম্পূর্ণ টিউশন ফি বহন করবে কমনওয়েলথ কমিশন।
* যুক্তরাজ্যে যাওয়া–আসার বিমানের টিকিট।
* লন্ডনের বাইরে থাকলে মাসিক ভাতা হিসেবে দেওয়া হয় ১ হাজার ৮৬ পাউন্ড। লন্ডনের ভেতরে থাকলে ভাতার পরিমাণ ১ হাজার ৩৩০ পাউন্ড।
* মাসিক ভাতার বাইরেও এককালীন ৪২১ পাউন্ড পাওয়া যাবে।
* ‘স্টাডি ট্রাভেল গ্র্যান্ট’ হিসেবে ২০০ পাউন্ড বা প্রায় ২২ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।
* ‘থিসিস গ্র্যান্ট হিসেবে দেওয়া হয় ২২৫ পাউন্ড।
* এ ছাড়া কমনওয়েলথ কমিশন কর্তৃক আয়োজিত যেকোনো প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি কোর্স, ওয়েলকাম ইভেন্ট ও আঞ্চলিক সম্মেলনে যোগদানের জন্য ট্রেনের টিকিট, থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়।
যোগ্যতা:
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ২য় শ্রেণী ও তার উপরে থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ২য় শ্রেণী ও তার উপরে থাকতে হবে।
* শিক্ষার্থীকে ইংরেজী ভাষা দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে।
আবেদনকারীদের করণীয়:
* শিক্ষার্থীকে অবশ্যই আবেদনপত্রে স্পেসিফিকভাবে সিজিপিএ উল্লেখ করতে হবে।
* মেডিসিন ও ডেন্টাল বিষয়ের জন্য আবেদনকারীরা অবশ্যই এমবিবিএস বা বিডিএস এর প্রাপ্ত নম্বর উল্লেখ করবেন।
* হাতে লেখা আবেদন গ্রহণযোগ্য নয়।
* যথাযোগ্য মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
ইউজিসির সেক্রেটারি বরাবর আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
Discussion about this post