শিক্ষার আলো ডেস্ক
বিদেশি শিক্ষার্থীদের জন্য MEXT (Ministry of Education, Culture, Sports, Science and Technology) স্কলারশিপ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। এ বৃত্তির জন্য লাগবে না আইইএলটিএস-টোফেল পরীক্ষার ঝামেলা।
তাছাড়া এ স্কলারশিপের মাধ্যমে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি করা যাবে কোন রকম টিউশন ফি ছাড়াই। স্নাতকোত্তর এর সময়সীমা ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
আবেদন বা ভর্তি হতেও কোনো ফি লাগে না। মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াত খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা মেলে এ বৃত্তি পেলে। আইইএলটিএস কিংবা টোফেল ছাড়াই করা যায় আবেদন। বাংলাদেশসহ বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
সুযোগ-সুবিধা:
* অন্যান্য বৃত্তির চাইতে এটি সম্পূর্ণ আলাদা সুযোগ-সুবিধা সম্বলিত
* আইইএলটিএস-টোফেল ছাড়াই এ বৃত্তি
* বৃত্তি প্রাপ্তদের টিউশন ফি, পরীক্ষা ফি এবং অন্যান্য কোন ফি-ই দিতে হয় না
* বিমান ভাড়া কর্তৃপক্ষই (মেক্সট) ই বহন করবে।
* গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইলেকট্রক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং, মেকানিক্যাল ইন্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গনিত ও কম্পিউটিং সায়েন্স, আর্থ সায়েন্সসহ বেশ কয়েকটি বিষয়ে পড়াশোনার সুযোগ।
শর্তাবলী:
* জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* আবেদনকারীকে অবশ্যই ১৯৮৭ সালের ২ এপ্রিলের পর জন্মগ্রহণকারী হতে হবে।
* এখন থেকে পূর্বের ২ বছরের ফলাফলে সিজিপিয়ে ৩.০০ এর মধ্যে ২.৩০ পেতে হবে।
আবেদন করা যাবে যেভাবে:
আগ্রহী প্রার্থীকে সরাসরি টোকিও বিশ্ববিদ্যালয়ের বৃত্তি আবেদন জমা দিতে হবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে
Discussion about this post