শিক্ষার আলো ডেস্ক
এমফিল করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর।
‘ইউনিভার্সিটি অফ লেস্টার স্কলারশিপ অ্যাওয়ার্ডস’ এর আওতায় দেয়া এ স্কলারশিপে শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও শিক্ষার্থীরা প্রতি বছরে প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা উপবৃত্তি হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে।
সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ হাজার ১৬৬ পাউন্ড দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা।
* বছরে মোট উপবৃত্তির পরিমাণ হবে ১৪ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা।
যোগ্যতার মানদণ্ড ও শর্তাবলী:
* গত ৩ বছরের মধ্যে স্নাতক শেষ করেছেন এমন শিক্ষার্থী।
* গবেষণা প্রকল্পের গোপনীয়তা মেনে চলতে হবে।
* প্রপোজালে সুপারভাইজারদের নাম এবং প্রকল্পের শিরোনাম দিতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের কাছে মাসিক অগ্রগতি প্রতিবেদন এবং একটি বিস্তৃত প্রকল্প প্রতিবেদন দিতে হবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
Discussion about this post