শিক্ষার আলো ডেস্ক
উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সুইডেন অন্যতম। আধুনিক শিক্ষাব্যবস্থা ছাড়াও উন্নত জীবনমান ও নিরাপত্তার দিক থেকেও চমৎকার দেশটি। সুইডিশ ডিগ্রির রয়েছে বিশ্বজোড়া সুনাম। এবার আংশিক স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ।
‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ হাজার সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা। ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, জীববিদ্যা, রসায়ন এবং বায়োকেমিস্ট্রি, কম্পিউটার বিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, আর্থ সায়েন্স এবং পরিবেশ বিষয়ে আবেদন করতে পারবেন।
জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের ১০ হাজার সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা।
যোগ্যতা:
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* জিআরই স্কোর প্রদান করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* ১ম বারের মতো আবেদনকারী হতে হবে।
আবেদন করতে যা যা লাগবে:
* জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের একটি স্ক্যান কপি।
* জীবন বৃত্তান্ত (সর্বাধিক ২ পৃষ্ঠা)
* স্নাতকের সার্টিফিকেট।
* মোটিভেশন লেটার।
* দুইজন অধ্যাপকের রেফারেন্সের চিঠি।
* জিআরই, আইএলটিএস বা টোয়েফল স্কোর।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
Discussion about this post