শিক্ষার আলো ডেস্ক
স্নাতকে স্কলারশিপ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। বাংলাদেশসহ আইডিবি এর সদস্যভুক্ত ৫৭টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি।
আবেদনকারী শিক্ষার্থীদের তাদের নিজ দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থী হতে হবে। এছাড়া অন্য কোনো জটিলতা থাকলে শিক্ষার্থীদের সদস্যভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়ার সুযোগ রয়েছে। র্যাংকিং জানতে ক্লিক করুন এখানে। নির্বাচিত শিক্ষার্থীদের ৪ বছরের স্নাতকের সকল খরচ আইডিবি বহন করবে।
বিনা মূল্যে স্নাতক অধ্যয়নের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বৃত্তি। বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি বৃত্তি হলো আইডিবি বৃত্তি। এ স্কলারশিপের জন্য আবেদন করতে কোনো ফি লাগে না। প্রায় সব বিষয়ে বৃত্তি দেওয়া হয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ।
* মাসিক উপবৃত্তি।
* স্বাস্থ্য ভাতা।
* বিমানে যাতায়াতের খরচ।
* থিসিস ভাতা।
যোগ্যতার মানদণ্ড:
* উচ্চ মধ্যমিকে ৭০ভাগ মার্কস থাকতে হবে।
* আইডিবি সদস্য দেশগুলোর যেকোনো একটির নাগরিক হতে হবে।
* সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তি হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* আইএসডিবি সদস্য দেশগুলির যে কোনও একটি নাগরিক হতে হবে বা অ-সদস্য দেশগুলির মুসলিম সম্প্রদায়ের হতে হবে৷
* মেডিকেল এ ফিট হতে হবে।
প্রয়োজনীয় নথি:
* পাসপোর্ট
*একাডেমিক পেপারস
*সিভি
*রেফারেন্স লেটার ৩টি
*রিসার্চ প্রপোজাল (যদি থাকে)
*আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ
*কাজের অভিজ্ঞতার সনদ
*মোটিভেশন লেটার
*মেডিকেল সার্টিফিকেট
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
Discussion about this post