শিক্ষার আলো ডেস্ক
তরুণ বিজ্ঞানীদের ৩ মাসের সামার প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপ্লায়েড সিস্টেমস অ্যানালাইসিস (আইআইএএসএ)। বাংলাদেশসহ যেকোনো দেশের পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ জানুয়ারি।
‘ইয়াং সায়েন্টিস্ট সামার প্রোগ্রাম’ এর আওতায় এ গবেষণা প্রেগ্রামে অংশগ্রহণের সকল খরচ প্রতিষ্ঠানটি বহন করবে। ১ জুন থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এ গবেষণা প্রোগ্রাম চলবে। মোট ৫০ জনকে এ সুযোগ প্রদান করা হবে।
শিক্ষার্থীদের অ্যাডভান্সড সিস্টেমস অ্যানালাইসিস, বায়ুর গুণমান এবং গ্রীনহাউস গ্যাস, শক্তি, ইভাল্যুশন এন্ড ইকোলজি, ইকোসিস্টেম সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট, বিশ্ব জনসংখ্যা ও পানি নিয়ে গবেষণা করতে হবে।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপ্লায়েড সিস্টেমস অ্যানালাইসিস (আইআইএএসএ) অস্ট্রিয়ার লুক্সেনবার্গ শহরে অবস্থিত। এটি একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* কোনো টিউশন ফি লাগবে না।
* অংশগ্রহণকারীরা গবেষণার জন্য পুরষ্কার পাবেন।
* বিজয়ীকে অতিরিক্ত তিন মাসের গবেষণার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
* অংশগ্রহণকারীদের মধ্য থেকে পিইসিসিআই পুরস্কার, মিখালেভিচ পুরস্কার এবং অনারেবল পুরস্কার প্রদান করা হবে।
* এছাড়া প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ইনস্টিটিউটের ন্যাশনাল মেম্বার অর্গানাইজেশন থেকে তরুণ বিজ্ঞানীদের বিশেষ অনুদান দেওয়া হয়।
যোগ্যতার মানদণ্ড:
* প্রার্থীদের অবশ্যই পিএইচডি প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে।
* সারা বিশ্বের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
* প্রার্থীর গবেষণা প্রকল্পগুলি অবশ্যই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড সিস্টেম অ্যানালাইসিস গবেষণার সাথে প্রাসঙ্গিক হতে হবে।
প্রয়োজনীয় নথি:
* গবেষণা প্রস্তাব।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* মোটিভেশন লেটার।
* দুইটি রেফারেন্স লেটার।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
Discussion about this post