শিক্ষার আলো ডেস্ক
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য বৃত্তি হচ্ছে এইচ. এইচ. শেখ হামদান বিন জায়েদ স্কলারশিপ, চেয়ারম্যান’স স্কলারশিপ ও মেরিট বেজড গ্র্যাজুয়েট স্কলারশিপ। এসব স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ফি, বিমান খরচ ও স্বাস্থ্যবীমাসহ নানান সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কলা ও বিজ্ঞান কলেজ, কলেজ অফ বিজনেস, ইঞ্জিনিয়ারিং কলেজ, স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, আইন কলেজ ও সামরিক কলেজের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকের সময়কাল ৪ বছর, স্নাতকোত্তরে ২ বছর এবং পিএইচডির সময়কাল ৪ বছর।
আবুধাবি বিশ্ববিদ্যালয় সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। শেখ হামদান বিন জায়েদ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। ২০২১ সালের কিউএস গ্লোবাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আবুধাবি বিশ্ববিদ্যালয় ৭০১-৭৫০ তম অবস্থানে রয়েছে।
সুযোগ-সুবিধাসমূহ:
এইচ. এইচ. শেখ হামদান বিন জায়েদ স্কলারশিপ ও চেয়ারম্যান’স স্কলারশিপ এর আওতায়-
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
* আবেদন ফি মওকুফ।
* স্টুডেন্ট সার্ভিস ফি।
* স্বাস্থ্যবীমা।
মেরিট বেজড গ্র্যাজুয়েট স্কলারশিপ এর আওতায়-
* স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৫ পেলে ২৫ ভাগ টিউশন প্রদান করা হবে।
যোগ্যতার মানদণ্ড:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২.৫ সিজিপিএ পেতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩ সিজিপিএ পেতে হবে।
* পিএইচডিতে আবেদনকারীর কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৬১ পেতে হবে।
প্রয়োজনীয় নথি:
* একাডেমিক সনদ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* এসওপি।
* একটি পাসপোর্ট আকারের ছবি।
* পাসপোর্টের কপি।
* ইংরেজি দক্ষতার সার্টিফিকেট।
আবেদন প্রক্রিয়া:
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত পড়ুন।
Discussion about this post