শিক্ষার আলো ডেস্ক
স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় । বাংলাদেশসহ যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপে জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৯ ফেব্রুয়ারি।
‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও জীবনযাত্রার খরচ, বিমানে আসা-যাওয়ার খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ স্কলারশিপের সময়সীমা ৩ থেকে ৪ বছর।
শিক্ষার্থীরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থনীতি ও ব্যবস্থাপনা, চারুকলা, প্রত্নতত্ত্ব এবং নৃতত্ত্ব, রসায়ন, পদার্থসহ বিভিন্ন বিষয়ে স্নাতক করার সুযোগ পাবেন। বিস্তারিত জানতে পড়ুন এখানে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়টিকে ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় বলা হয়। ধারণা করা হয়, ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমান বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
* জীবনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।
* প্রতিবছর বিমানে আসা-যাওয়ার টিকেট প্রদান করা হবে।
যোগ্যতার মানদণ্ড:
* অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে।
* অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* আবেদনকারীদের সর্বোচ্চ একাডেমিক অবস্থান থাকতে হবে।
* প্রার্থীকে তার পড়াশোনা শেষ করার পর তাদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে।
* যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
Discussion about this post