শিক্ষার আলো ডেস্ক
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ দিচ্ছে কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যেকোন পছন্দের বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে। বৃত্তিটি জন্য নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি সহ থাকা, খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা সুযোগ সুবিধা পাবেন। এছাড়া শীত ও গ্রীষ্মকালীন ছুটিতে থাকছে কাজ করার সুবর্ণ সুযোগ।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* স্নাতকোত্তরে শিক্ষার্থীদের প্রতিমাসে ১০ হাজার কানাডিয়ান ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমান সাড়ে ৬ লাখ টাকা।
* পিএইচডি প্রোগ্রামে ১১ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমান প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
* শিক্ষার্থীরা ফল ও অইন্টার টার্মে ২৭০ ঘন্টা জব করার সুযোগ।
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
যোগ্যতা:
*যেকোন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
*আবেদনকারীকে ফুলটাইম শিক্ষার্থী হতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ তুলতে হবে।
আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
Discussion about this post