শিক্ষার আলো ডেস্ক
দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। এবার স্কলারশিপ নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ এল। বাংলাদেশ, চীন ও ব্রুনেইয়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।
‘গ্রেট’ স্কলারশিপ’-এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লাখ টাকা। এই স্কলারশিপের জন্য গ্লাসগো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার ও ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। এক বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে।
আগ্রহীদের স্নাতকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০ পেতে হবে। ইংরেজিতে দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯০ স্কোর তুলতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
Discussion about this post