ফারিয়া ইসলাম দীপ্তি
উচ্চশিক্ষায় এশিয়া ও বিশ্বের মধ্যে এক অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরব। আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখন পৃথিবীর মধ্যে শীর্ষস্থানীয় দেশ। এ ছাড়া বিজ্ঞান ও সাধারণ শিক্ষায় এবং গবেষণায় সৌদি আরব পিছিয়ে নেই। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার সর্বস্তরের বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজে উঁচুমানের ও আধুনিক শিক্ষা গ্রহণের সুবিধার্থে বেশ কিছু লক্ষ্যে বৃত্তি দিয়ে আসছে।
- শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি লাগবে না।
- বিশ্ববিদ্যালয়গুলোর কোন কোন বিভাগ ও ইনস্টিটিউটে সংশ্লিষ্ট বই বিনা মূল্যে দেওয়া হবে।
- যাঁরা কোনো ধরনের অকৃতকার্য হওয়া ছাড়াই পরীক্ষায় ‘মুমতাজ’ ফলাফল অর্জন করবেন, তাঁদের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট হারে অতিরিক্ত স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে এবং তাঁদের জন্য থাকে পছন্দমতো বিশ্ববিদ্যালয়ের উঁচুমানের বিষয় বাছাই করে নেওয়ার অধিকার।
- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্রি আবাসনের ব্যবস্থা করে দেয়। উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে বিবাহিতদের পরিবারসহ থাকার সুবিধার্থে ফ্রি আবাসনের ব্যবস্থা রয়েছে।
- প্রতি মাসে নির্দিষ্ট হারে (অনার্স, মাস্টার্স, পিএইচডি) স্তর অনুযায়ী স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে।
- বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা রয়েছে।
- বৃত্তি বিভাগের পক্ষ থেকে হজ, ওমরা আদায় করানো হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়।
আরবি ভাষা শিক্ষায় ভর্তি
সৌদি আরবের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে অন্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য প্রথমেই সরাসরি অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ নেই। তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে ভর্তি হতে হয়। তারপর ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সন্তোষজনক ফলাফল অর্জিত হলে, অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ হয়। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS, GRE ইত্যাদি আন্তর্জাতিক মানের পরীক্ষার নির্দিষ্ট স্কোরের প্রয়োজন হয়।
ভর্তির সুযোগ প্রতিযোগিতামূলক
সৌদি আরবের বিশ্ববিদ্যালগুলোয় ভর্তির সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। এখানে পূর্ববর্তী পরীক্ষার অতি উঁচুমানের ফলাফল না চাইলেও, ভর্তির সুযোগ পেতে হলে পূর্ববর্তী পরীক্ষার ফলাফল অনেক ভালো হতে হয়। সৌদি আরবে অনেক বিষয় নিয়ে পড়া গেলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত মেডিকেলে পড়ার সুযোগ নেই।
ফ্যামিলি ভিসা
সৌদি আরবের আইন অনুযায়ী, শিক্ষার্থীরা ‘ফ্যামিলি ভিসার’ জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া সৌদি আরবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে রয়েছে বিভিন্ন সময়ে সহিহ্ দ্বীন, ইমান-আকিদা শিক্ষার বিভিন্ন কোর্স, যেখানে অনেক সময়ই সংশ্লিষ্ট কিতাবগুলো বিনা মূল্যে বিতরণ করা হয়। কোনো কোনো সময় স্টাইপেন্ডের ব্যবস্থা এবং খাওয়াদাওয়া ও আবাসনের ব্যবস্থাও থাকে। তবে বৃত্তিতে পড়াকালীন পার্টটাইম/ ফুলটাইম কাজ করা যাবে না।
নারীদের জন্য সুবিধা
শুধু নারীদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা ও পর্দার ব্যবস্থা, উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার নাম ‘প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি ফর উইমেন’। এ ছাড়া সৌদি আরবের প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই রয়েছে নারীদের জন্য পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসম্পন্ন সম্পূর্ণ পৃথক ক্যাম্পাস।
Discussion about this post