শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশের উচ্চশিক্ষার্থী এবং গবেষকদের জন্য জার্মান সরকারের বৃত্তি প্রদানের সেবা দীর্ঘদিন ধরে চলে আসলেও ২০০৬ সাল থেকে ঢাকায় দপ্তর খুলে সেখানে পরিষেবা আরো সহজতর করেছে ডিএএডি৷ বাংলাদেশে ‘ডাড’ নামেই সুপরিচিত সংস্থাটি৷ জার্মানির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখের মধ্যে ১২ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন। বাংলাদেশসহ বহির্বিশ্বের প্রায় সব দেশ থেকেই ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে প্রতি বছর জার্মানি আসে। এর মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য রয়েছে না ধরনের নজরকাড়া কতগুলো স্কলারশিপ। যার মধ্যে অন্যতম হচ্ছে ডাড(DAAD) স্কলারশিপ। জার্মানিতে উচ্চশিক্ষার জন্যে সবচেয়ে বড় স্কলারশিপ হলো এটি।
প্রোগ্রাম সময়কাল
- মাস্টার্স: ১২ থেকে ২৪ মাস
- পিএইচডি: ১২ থেকে ৪২ মাস
- ডাড(DAAD) স্কলারশিপে যেসকল বিষয়ে আবেদন করা যায়ঃ-
- 1.অর্থনৈতিক বিজ্ঞান (Economic Sciences)।
2.রাজনৈতিক অর্থনীতি (Political Economics)।
3.উন্নয়ন সহযোগিতা (Development Cooperation)।
4.ব্যবসা প্রশাসন (Business Administration)।
5.চিকিৎসা ও জনস্বাস্থ্য (Medicine and public health)
6.কৃষি ও বন বিজ্ঞান (Agricultural and Forest Sciences)
7.প্রাকৃতিক এবং পরিবেশ বিজ্ঞান (Natural and Environmental Sciences)
8.ম্যাথমেটিক্স প্রকৌশল সম্পর্কিত বিজ্ঞান (Engineering and related sciences)।
9.মিডিয়া স্টাডিজ (Media Studies)।
10.আঞ্চলিক ও নগর পরিকল্পনা (Regional and Urban Planning)।
11.সামাজিক বিজ্ঞান (Social Sciences) শিক্ষা ও আইন (Education and Law)।
আবেদনের যোগ্যতা
- অন্যতম শর্ত হিসাবে, আবেদনের সময়সীমা শেষ হওয়ার সময় থেকে সর্বোচ্চ ছয় বছরের মধ্যে তাদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে, এর পূর্বে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীরা আবেদনের জন্য উপযুক্ত নয়।
- আবেদনের সময়সীমা থেকে ১৫ ধরে জার্মানিতে বসবাস করছেন, এমন কেউ আবেদন করতে পারবেন না।
- যদি স্কলারশিপধারী এমন কোন মাস্টার্স বা অন্য স্নাতকোত্তর পর্যায়ের কোর্সে ভর্তি থাকেন, যার অংশ হিসেবে বিদেশে অধ্যয়ন করতে হবে,তবে বিদেশে অধ্যয়নের তহবিল কেবল নিম্নোক্ত শর্তে প্রদান করা হতে পারে-
- স্কলারশিপের লক্ষ্য অর্জনের জন্য স্টাডি ভিজিট অপরিহার্য।
- বিদেশে অধ্যয়নের সময়কাল স্কলারশিপ পিরিয়ডের এক চতুর্থাংশের বেশি নয়। এর চেয়ে দীর্ঘ সময় বিদেশে অধ্যয়নের ব্যয়ভার পূর্ণ বা আংশিক কোনভাবেই বহন করা হবে না।
- অধ্যয়নের সময়টিতে নিজ দেশে অবস্থান করলে তা স্কলারশিপের জন্য স্বীকৃত হবে না।
- যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
- আইইএলটিএসে ন্যূনতম ৬ থাকতে হবে
-
সুযোগ সুবিধাসমূহ
- ৮৬১ ইউরোর মাসিক অর্থ প্রদান
- ভ্রমণ ভাতা
- এক-কালীন অধ্যয়ন ভাতা প্রদান
- স্বাস্থ্য, দুর্ঘটনা এবং ব্যক্তিগত দায়বদ্ধতার বীমা কভারের জন্য অর্থ প্রদান
- নির্দিষ্ট পরিস্থিতিতে স্কলারশীপধারীরা নিম্নলিখিত অতিরিক্ত সুবিধা গ্রহণ করতে পারেন-
- মাসিক ভাড়া ভর্তুকি
- পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা
- স্কলারশিপধারীদের দেশে থাকার প্রস্তুতিতে জার্মান শিখতে সক্ষম করার জন্য, ডাড নিম্নলিখিত পরিষেবাগুলি সরবরাহ করে:
- স্কলারশিপ প্রাপ্তির ছয় মাস পর অনলাইন ভাষা কোর্স “ডয়চে-ইউনি অনলাইন (ডিইউও)” (ডিউচ- ইউনি.কম http://deutsch-uni.com) এর কোর্সের ফি প্রদান।
প্রয়োজনীয় কাগজপত্র
- ইউরোপাস ফরম্যাটে সিভি
- অ্যাপ্লিকেশন ফরম
- আগের ডিগ্রির ট্রান্সক্রিপটস ও সার্টিফিকেট
- রেফারেন্স লেটার
- মোটিভেশনাল লেটার
- স্টাডি প্ল্যান ও রিসার্চ প্রপোজাল
- এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটিসের সার্টিফিকেট
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
- পাবলিকেশন যদি থাকে
- কাজের অভিজ্ঞতার লিখিত কাগজ
অফিশিয়াল ওয়েবসাইট – https://www.daad.de/en/
Discussion about this post