শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শিক্ষার্থীরাও স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়টি মূলত পেট্রোলিয়াম এবং খনিজ বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত।
এক নজরে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়
- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক (২০২১): ৫০১-৬০০
- সৌদি আরব র্যাঙ্ক (২০২১):৪
- ধরনঃ পাবলিক
- শিক্ষার্থীঃ ৯,৫০০+
- স্নাতকঃ৮,০০০+
- স্নাতকোত্তরঃ ১,৫০০+
- প্রতিষ্ঠিতঃ ১৯৬৩
- স্থানঃ ধাহরান, পূর্ব প্রদেশ, সৌদি আরব
- ভর্তির তথ্যঃ
স্কলারশিপের আওতায় যে সকল সুবিধা পাওয়া যাবেঃ
১. শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনার সুযোগ
২. শিক্ষার্থীদের মাসিক ভাতা হিসেবে ৪০০০ সৌদি রিয়াল দেওয়া হবে। (বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার টাকা)
৩. আবাসন সুবিধা
৪. স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হবে
৫. বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার
৬. গবেষণা ও বই প্রকাশের সুযোগ
৭. বিমানে আসা-যাওয়ার খরচ
আবেদন করবার যোগ্যতাসমূহঃ
১. পিএইচডির জন্য ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
২. মাস্টার্সের জন্য ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে
৩. ভর্তির জন্য একাডেমিক ফলাফল (সিজিপিএ) সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে ৪.০০ এর মধ্যে
৪. নিজ নিজ দেশের নাগরিক হতে হবে
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. জাতীয় পরিচয়পত্র
২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৩. তিনটি রেফারেন্স লেটার
৪. পাসপোর্ট সাইজের ছবি
৫. জীবনবৃত্তান্ত
৬. জিম্যাট স্কোরের সনদ
আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে Click Here
Discussion about this post