শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হলো অস্ট্রেলিয়া। বিশ্বের ছোট মহাদেশ ওশেনিয়া আর সেই মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া। আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা, স্থায়ী বসবাস অনেক কারণে অনেকে অস্ট্রেলিয়াকে পড়াশোনা করতে যাওয়ার জন্য বিশেষত বাংলাদেশি শিক্ষার্থীরা পছন্দের তালিকায় রাখেন।
অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থা পৃথিবীর সেরা শিক্ষাব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়ে থাকে। সে কারণে প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী সেখানে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন।
স্নাতকোত্তরে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
‘আরটিপি স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়টি। টিউশন ফি ছাড়াও প্রোগ্রাম চলাকালে প্রতি বছর ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্যবীমা, থিসিস ভাতাসহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে। স্কলারশিপের মেয়াদ দুই বছর।
সুযোগ-সুবিধাগুলো
– সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
– প্রোগ্রাম চলাকালে প্রতি বছর ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে
– স্বাস্থ্যবীমার সুযোগ থাকছে।
– থিসিস ভাতা।
আবেদনের যোগ্যতা
– স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
– বিষয়ভিত্তিক আলাদা আলাদা শর্ত রয়েছে। সেগুলো পূরণ করতে হবে।
– আইইএলটিএসে নূ্ন্যতম ৬.৫ স্কোর তুলতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট।
বিস্তারিত জানতে-https://www.unisa.edu.au/research/degrees/scholarships/university-wide-scholarships-for-international-applicants/
Discussion about this post