শিক্ষার আলো ডেস্ক
পিএইচডি শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় ফুল-ফ্রিতে পোস্টডক করার সুযোগ দিচ্ছে কানাডা। `ব্যান্টিং পোস্টডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ প্রদান করা হবে।
বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ সেপ্টেম্বর।
`ব্যান্টিং পোস্টডক্টরাল ফেলোশিপ প্রোগ্রামটি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সেরা পোস্টডক্টরাল প্রার্থীদের জন্য তহবিল সরবরাহ করে থাকে। বিশেষ করে যারা দেশের অর্থনৈতিক, সামাজিক এবং গবেষণা-ভিত্তিক বৃদ্ধিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এ প্রোগ্রামের উদ্দেশ্য হল শীর্ষ-স্তরের পোস্টডক্টরাল প্রতিভাকে আকৃষ্ট করা এবং ধরে রাখা, তাদের নেতৃত্বের সম্ভাবনা বিকাশ করা এবং আগামীর গবেষণা নেতা হিসাবে সাফল্যের জন্য তাদের অবস্থান করা।
সুযোগ সুবিধাসমূহ
• নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিবছর ৭০ হাজার কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা) প্রদান করা হবে।
• সেরা কানাডিয়ান সুপারভাইজারদের অধীনে তাদের গবেষণা প্রোগ্রামে কাজ করার সুযোগ পাবেন।
• শিক্ষার্থীরা ফেলোশিপের মাধ্যমে কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
• আবেদনকারীকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন হতে হবে।
• কানাাডার স্থায়ী বাসিন্দা নন এমন শিক্ষার্থীরা এ ফেলোশিপ পাবেন।
• শুধুমাত্র কানাডিয়ান ইন্সটিটিউটে আবেদনকারীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
• এ ফেলোশিপ একবার প্রদান করা হয় এবং হোস্ট প্রতিষ্ঠান দ্বারা মনোনীত হতে হবে।
• আবেদনকারীদের অবশ্যই কাঙ্ক্ষিত সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে এবং ব্যান্টিং ফেলোশিপের জন্য ইনস্টিটিউটের যোগ্যতা নিশ্চিত করতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া জানতে অফিসিয়াল লিংকে https://banting.fellowships-bourses.gc.ca/en/app-dem_guide.html ক্লিক করুন।
Discussion about this post