ক্যারিয়ার ডেস্ক
উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েক হাজার শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করতে যায়। তবে স্বপ্ন থাকলেও সাধ্য না থাকায় অনেকেই বাধ্য হন স্বপ্ন ত্যাগ করতে। তাই এই পড়াশোনা বিনা মূল্যে করতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের স্কলারশিপ/বৃত্তির ব্যবস্থা করে থাকে।
অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর সোশ্যাল স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এতে থাকছে স্নাতক এবং স্নাতকোত্তরে যেকোনো বিষয়ে পড়ার সুযোগ। আবেদনের শেষ সময় ৯ অক্টোবর ২০২২।
ক্যানবেরা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২২
উক্ত স্কলারশিপের জন্য ল্যাটিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উল্লেখিত দেশগুলো ছাড়া আন্তর্জাতিক অধ্যয়নের অর্থায়নের সংস্থান নেই এবং স্কলারশিপের বাহিরে আর কোন সুযোগ-সুবিধা পাবে না৷ (উদাহরণ: অস্ট্রেলিয়া পুরস্কার)।
আবেদনের যোগ্যতা:
• প্রাথমিক ভিসা আবেদনকারী হতে হবে।
• শহর অঞ্চলে (সমুদ্র অঞ্চল হলে অযোগ্য বলে বিবেচিত হবে) অবস্থান থাকতে হবে ।
• ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে বিভিন্ন বিষয়ে ডিগ্রির জন্য আবেদন করেছেন কিন্তু এখনও শুরু করেননি।
• যারা ন্যূনতম ৮০ % গড় (বা সমতুল্য) দিয়ে প্রোগ্রামের একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করেছেন।
• ইউনিভার্সিটি অফ ক্যানবেরা দ্বারা জারি করা যেকোনো ধরনের অফার লেটার (শর্তসাপেক্ষ বা অস্থায়ী অফার সহ) পেয়েছেন।
• অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসায় পড়ার জন্য আবেদন করছেন।
• যে সকল শিক্ষাথী মাত্র স্নাতক বা স্নাতকোত্তর শুরু করেছেন।
সুযোগ-সুবিধাসমূহ:
• প্রতি বছরে $50,000 AUD (প্রায় ত্রিশ লক্ষ টাকা) পর্যন্ত দেওয়া হবে। যা পূরণ করবে, কোর্সের সময়কালের আপনার সমস্ত টিউশন ফি
ক্যাম্পাসে থাকার ব্যবস্থা
$10,000 AUD ( প্রায় ৭০ হাজার টাকা ) বার্ষিক আর্থিক ভাতা প্রথম বছরে অন্যান্য বিবিধ খরচ
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.canberra.edu.au/campaign/vice-chancellors-social-champion-scholarship
Discussion about this post