নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অন্যতম সম্মানজনক এক বৃত্তির নাম ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। ফুলব্রাইট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতসহ যাবতীয় খরচ দেয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে চলতি বছর যুক্তরাষ্ট্রের পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য আবেদন গ্রহণ করছে। আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা:
১. শিক্ষাক্ষেত্রে অসাধারণ রেকর্ড’সহ ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি নিয়ে থাকতে হবে।
২. যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, অথবা বর্তমানে যুক্তরাষ্ট্রে কোন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয়ে থাকলে প্রযোজ্য হবে না।
৩. তৃতীয় কোন দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে থাকলে হবে না (বাংলাদেশী স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তারা যোগ্য বিবেচিত হবেন।)
৪. প্রস্তাবিত শিক্ষা বিষয়ের সাথে প্রাসঙ্গিক কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন পেশাদারী অভিজ্ঞতা থাকতে হবে।
৫. iBT TOEFL-এ ন্যূনতম ৮০/ IELTS-এ ন্যূনতম ৭.০ স্কোর নিয়ে ইংরেজিতে পারদর্শী হতে হবে।
৬. ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৭. আবেদনের সময়ে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক হতে হবে।
৮. ডিগ্রি সম্পন্ন হওয়ার আগেই বাড়ি ফিরে এলে ফিরতি বিমান টিকেটের মূল্য ফেরত দিতে সম্মত হতে হবে।
Discussion about this post