ক্যারিয়ার ডেস্ক
তুরস্কের শিক্ষাব্যবস্থা উন্নত অনেক দেশের শিক্ষাব্যবস্থার সমমানের স্বীকৃত। ইইউভুক্ত অনেক দেশের তুলনায় তুরস্কের শিক্ষা উন্নত মানের। দুই দশক ধরে শিক্ষাখাতে ব্যাপক আধুনিকায়নের পরিপ্রেক্ষিতে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচ হাজার শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় তুরস্ক। এ সুবাদে বিপুল সংখ্যক শিক্ষার্থী পাড়ি জামায় দেশটিতে।
সাধারণত আবেদন করার এক মাসের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য রাজধানীর তুর্কি দূতাবাসে ডাকা হয়। মৌখিক পরীক্ষার দুই থেকে তিন মাস পর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ই—মেইল করা হয়। নির্বাচন প্রক্রিয়াটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে পুরোপুরি স্বাধীনভাবে তুরস্কের সরকারি বৃত্তি প্রদান কর্তৃপক্ষ তুর্কি বুর্সলারি (ইয়েতেবে) পরিচালনা করে।এই স্কলারশিপের মাধ্যমে তুরস্কের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারী, ২০২৩।
তুরস্কের প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয়
তুরস্কের সব বিশ্ববিদ্যালয়ই মানসম্মত। তবে এরমধ্যে কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে— মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, আঙ্কারা, বোয়াজিসি ইউনিভার্সিটি, ইস্তাম্বুল, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, ইস্তাম্বুল, আঙ্কারা ইউনিভার্সিটি, আঙ্কারা—ইস্তাম্বুল ইউনিভার্সিটি, হাজেতেপে ইউনিভার্সিটি, আঙ্কারা, এগে ইউনিভার্সিটি, ইজমির, ডকুজ এইলুল ইউনিভার্সিটি, ইজমির।
স্কলারশিপের ক্যাটাগরি
অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি।
সুযোগ—সুবিধাসমূহ
# সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
# মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।
# স্নাতকের জন্য ৭৫০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার টাকা) প্রদান করবে।
# স্নাতকোত্তরে জন্য ৯৫০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় (৬ হাজার টাকা) প্রদান করবে।
# পিএইচডির জন্য প্রায় ১৪৫০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ৯০০০ টাকা) প্রদান করবে।
# আবাসন সুবিধা প্রদান করবে। স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকা—খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীরা দ্বিতীয় বছর থেকে ৫৫০ লিরা প্রদান করতে হবে। চাইলে সপরিবারে থাকা যায়।
# স্বাস্থ্যব্যয় পাবলিক হেলথ ইনস্যুরেন্স বহন করবে।
# বিমানে আসা—যাওয়ার খরচ।
# বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষা কোর্স করা যাবে।
# ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যেকোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ।
প্রয়োজনীয় কাগজপত্র
# সাদা ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজের ছবি।
# পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যানড কপি (ইংরেজি)।
# সব পরীক্ষার সার্টিফিকেট।
# সব পরীক্ষার মার্কশিট।
# একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
# দুটি রেফারেন্স লেটার।
# একটি মোটিভেশনাল লেটার।
# স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।
# একটি রিসার্চ প্রোপোজাল।
# টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।
# এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি ইত্যাদি)।
উপরোক্ত সব ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে হবে।
STATEMENT OF PURPOSE (SOP) এবং কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে LETTER OF INTENT পাঠানো হয়. (এগুলো আবেদনের সময় সরাসরি লিখতে হবে, আলাদা কাগজে লিখে আপলোড করতে হবে না)
আবেদনের যোগ্যতা
অনার্স আবেদনের সর্বোচ্চ বয়স ২১ বছর, মাস্টার্সের জন্য সর্বোচ্চ ৩০ বছর, পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা যাবে না।
ইংরেজি মাধ্যমে পড়তে চাইলে (IELTS, TOEFL, GRE, GMAT) লাগবে। সাধারণত তুরস্কের সব বিশ্ববিদ্যালয়ে তুর্কি ভাষায় শিক্ষা দেওয়া হয়।
এ বৃত্তির জন্য প্রাথমিকভাবে দুটি যোগ্যতার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। প্রথমত, একাডেমিক রেজাল্ট। অর্থাৎ অনার্সের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ৭০% নম্বর (তবে মেডিকেলের জন্য ৯০% নম্বর) এবং মাস্টার্স—পিএইচডির জন্য অনার্স ও মাস্টার্সে ৭৫% নম্বর থাকতে হবে। দ্বিতীয়ত, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। অর্থাৎ কোনো সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, একাডেমিকসহ বিভিন্ন জাতীয়—আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা, অর্থাৎ এ ক্ষেত্রে সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। এ ছাড়া বিভিন্ন জাতীয়—আন্তর্জাতিক সিম্পোজিয়াম—সেমিনারে ওয়ার্কশপ বা অংশগ্রহণ করে থাকলে তা আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন tbbs.turkiyeburslari.gov.tr সাইটে। বিস্তারিত জানতে ক্লিক করুন www.turkiyeburslari.gov.tr সাইটে ।
Discussion about this post