শিক্ষার আলো ডেস্ক
আগা খান ফাউন্ডেশন (একেএফ) প্রত্যেক বছরের মতো এবারো স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রাম অধ্যয়নে ইচ্ছুক উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করেছে।আবেদনের শেষ সময় ১৭ মার্চ ২০২৩ ইং।
এই স্কলারশিপের জন্য বাংলাদেশসহ আগা খান ফাউন্ডেশন (একেএফ) দ্বারা নির্বাচিত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ এবং তাদের প্রাথমিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে গড়ে তোলার লক্ষ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়।
স্কলারশিপের আওতায় সুযোগ-সুবিধাসমূহ হলো :শিক্ষার্থীদের টিউশন ফি ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় খরচসমূহ বহন করবে।পিএইচডি প্রোগ্রামের জন্য শুধু প্রথম ২ বছরের জন্য স্কলারশীপ দেয়া হবে। ছাত্রদের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।
শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা:
* নিম্নলিখিত দেশগুলোর নাগরিকদের কাছ থেকে ফাউন্ডেশন আবেদন গ্রহণ করবে-
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, সিরিয়া, মিশর, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, মাদাগাস্কার এবং মোজাম্বিক।
* একাডেমিক ফলাফল অবশ্যই ভালো হতে হবে।
* নেতৃত্বদানেরও দক্ষতা থাকতে হবে।
* বয়সের ক্ষেত্রে ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
শিক্ষার্থীরা প্রতি বছর ১ লা জানুয়ারী আগা খান শিক্ষা সেবা অফিস থেকে আবেদনপত্র গ্রহণ করতে পারে।আগা খান ফাউন্ডেশন (বাংলাদেশ) ২৮, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ ।
ফোন: +৮৮-০৯৬০৬১১১০০০ এই ঠিকানায় ও যোগাযোগ করা যাবে।
আবেদন ফরমের জন্য আগ্রহী প্রার্থীরা ই- মেইল: motilal.hazra@akdn.org, akf.bangladesh@akdn.org করতে পারবেন।
স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন-
Discussion about this post