শিক্ষার আলো ডেস্ক
এবার এডিবি-জেএসপি স্কলারশিপে ৪০টি দেশের ১৩৫ জন শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ২৯টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে পড়ালেখার সুযোগ পাবেন।
শিক্ষার্থীরা দুই বছরমেয়াদি স্নাতকোত্তর কোর্সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান স্কলারশিপ প্রোগ্রাম যৌথভাবে এডিবিভুক্ত দেশগুলোর শিক্ষা ও সমাজ উন্নয়নের লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেয়। স্নাতকে ভালো ফলাফল আছে এমন মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর করতে পারবেন। পড়া শেষে নিজ নিজ দেশে এডিবি পরিচালিত বিভিন্ন প্রজেক্টে চাকরির সুবিধাও পাওয়া যায়।
এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে উচ্চশিক্ষার সম্প্রসারণ ঘটানোর জন্য জাপান সরকারের অর্থায়নে এডিবি-জেএসপি স্কলারশিপ দেওয়া হয়। ১৯৮৮ সালে চালু হওয়া এই বৃত্তির পুরো নাম এডিবি-জেএসপি ফর ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক।
যেসব বিষয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে হবে-
# কৃষি
# বায়োলজিক্যাল সায়েন্স
# কম্পিউটার সায়েন্স
# প্রকৌশল
# পরিবেশ
# ফরেস্ট্রি
# জেনেটিকস
# হেলথ
# অ্যাকাউন্টিং
# ম্যানেজমেন্ট
# ই-বিজনেস
# এন্ট্রাপ্রেনিউরশিপ
# অর্থনীতি
# ফিন্যান্স
# ইন্টারন্যাশনাল কো-অপারেশন
# সমাজবিজ্ঞান
# এশিয়া প্যাসিফিক স্টাডিজ
# ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট
# ডেভেলপমেন্ট স্টাডিজ
# ল অ্যান্ড পাবলিক পলিসি
# ইন্টারন্যাশনাল বিজনেস ল
# ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল
# পলিসি স্টাডিজ
# রাষ্ট্রবিজ্ঞান
# পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
# পাবলিক পলিসি
সুযোগ-সুবিধা :
১. সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার সুযোগ।
২.মাসিক আবাসন ভাতা।
৩.শিক্ষা সরঞ্জাম বাবদ ভাতা।
৪.হেলথ ইনস্যুরেন্সের সুবিধা।
৫.বিমান টিকিট।
৬.রিসার্চ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কলারশিপের আওতায়।
যোগ্যতা:
# বিজ্ঞপ্তিতে উল্লিখিত দেশের নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
# স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে।
# তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হতে হবে।
# স্নাতক-পরবর্তী দুই বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
# ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
# সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
# বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
# পড়ালেখা শেষে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:
১.পাসপোর্ট
২.জাতীয় পরিচয়পত্র
৩.প্রার্থীর ছবি।
৪.একাডেমিক পেপারস।
৫.বার্ষিক আয়কর সনদ।
৬.অভিভাবকের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট।
৭.ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার।
৮.দুটি রেফারেন্স লেটার।
৯.সিভি।
আবেদন পদ্ধতি:
আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program#1
বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে ক্লিক করুন https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program
Discussion about this post