শিক্ষার আলো ডেস্ক
স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন থেকে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার। ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশীপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১শে অক্টোবর,২০২৩ ইং।
সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’ এর অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এ বিশ্বের প্রায় ১৮০ টি দেশের শিক্ষার্থীদেরকে এই স্কলারশিপ প্রদান করে থাকে সুইজারল্যান্ড সরকার।
স্কলারশিপের সুযোগ-সুবিধাসমূহঃ-
# আংশিক টিউশন ফি প্রদান করবে।
# মাসিক ভাতা প্রদান করবে।
# স্বাস্থ্য বীমা।
# বিমান ভাড়া।
# আবাসন ভাতা।
# সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার এবং দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ।
আবেদন যোগ্যতাসমূহঃ-
# স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
# একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
# ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
# এছাড়াও সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া শীটগুলি দেখতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ-
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
Discussion about this post